চার মাসের অপেক্ষার পর ওয়ানডেতে ফিরেই যেন ঝলসে উঠলেন পাকিস্তানের গতিময় পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দাপট দেখিয়ে শুধু দলকে জয় উপহার দেননি, বরং ভারতের মোহাম্মদ শামিকে পেছনে ফেলে গড়েছেন এক নতুন রেকর্ডও।

সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে জয়যাত্রা শুরু করে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটিই ছিল শাহিনের প্রথম ওয়ানডে ম্যাচ। মাঠে নেমেই ৮ ওভারে ৫১ রান খরচে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।

এই পারফরম্যান্সের সুবাদে টেস্ট খেলুড়ে দেশের অন্তত ১০০ ওয়ানডে উইকেট শিকারি বোলারদের মধ্যে সেরা বোলিং স্ট্রাইকরেটের মালিক হয়ে যান শাহিন। এতদিন এই রেকর্ড ছিল শামির দখলে। বর্তমানে শাহিনের স্ট্রাইকরেট দাঁড়িয়েছে ২৫.

৪৫, যেখানে শামির হার এখন ২৫.৮৫।

আরো পড়ুন:

১৭ বছর বয়সেই অধিনায়ক হয়ে ‘জ্যাক ভুকুসিচের’ ইতিহাস

ভারত-ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরির বৃষ্টিতে ভাঙল ৭০ বছরের রেকর্ড

সংখ্যার হিসেবে, ৬৫ ওয়ানডেতে শাহিন শিকার করেছেন ১৩১ উইকেট। অপরদিকে শামি ১০৮ ম্যাচে নিয়েছেন ২০৮ উইকেট।

এই তালিকার তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ১২৭ ওয়ানডেতে ২৪৪ উইকেট, স্ট্রাইকরেট ২৬.৬৮।
চতুর্থ স্থানে শ্রীলঙ্কার সাবেক স্পিনার অজন্তা মেডিস। ৮৭ ম্যাচে ১৫২ উইকেট, স্ট্রাইকরেট ২৭.৩২।
পঞ্চম স্থানে আরেক লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬৬ ম্যাচে ১০৮ উইকেট, স্ট্রাইকরেট ২৮.৩৭।

শাহিনের এই প্রত্যাবর্তন শুধু পাকিস্তান দলকেই আত্মবিশ্বাসী করে তুলেনি, বরং তার ব্যক্তিগত রেকর্ডবুকেও যোগ করেছে সোনালি অধ্যায়।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড স ট র ইকর ট র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ