সড়ক সংস্কারের দাবিতে ফতুল্লায় মানববন্ধন
Published: 10th, August 2025 GMT
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় সংস্কার দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লাবাসী। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন করা হয়। সচেতন নাগরিক সমাজ ফতুল্লার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানবন্ধনে বক্তারা বলেন, এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। খানাখন্দের কারনে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকে। জ্যামের কারনে শিক্ষার্থীরা সময় মতো ক্লাসে অংশ নিতে পারে না। আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানাই।
বক্তারা আরো জানান, এ ইউনিয়নে রয়েছে বিসিক শিল্পনগরী। যেখানে লাখ মানুষ চাকরি করে। শ্রমজীবী মানুষগুলো ভাঙ্গা সড়কের কারনে সময়মতো কাজে যোগ দিতে পারে না। যার কারনে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে শ্রমিক ও গার্মেন্ট মালিকদের।
মানববন্ধনে বক্তব্য রাখেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ফতুল্লা থানার পফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, হাফিজুল হক, সালাউদ্দিন মামুন, মেজবাউল হক মারুফ, সুমন আহম্মেদ, মোশারফ হোসেন, ব্রাদার্স ক্লাবের এডমিন সাইফুল ইসলাম সজিব, বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান পাপ্পু, মুরাদ হাসান, নুসরাত হাজান কলি, রাফিনা তাহের প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র ক রন
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভের পর সড়কে অভিযান, পাঁচটি যানবাহনকে জরিমানা
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে পাঁচটি যানবাহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং কিছু যানবাহনের চালককে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। তিনি বলেন, এটি তাঁদের নিয়মিত অভিযান। নিরাপদ সড়কের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। চালকের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়। এর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা বাজার মোড়ে বিক্ষোভ–মানববন্ধন করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তাঁরা সুনামগঞ্জ-সিলেট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচলে পুলিশ বাধা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কিছু সময় সড়কে যানবাহনও আটকে রাখেন। পরে প্রশাসনের অনুরোধে সড়কের এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একইভাবে জেলা শহরে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। এরপর শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।