নারায়ণঞ্জ জেলা রোভার স্কাউট’র দিনব্যাপী কর্মশালা
Published: 12th, August 2025 GMT
নারায়ণঞ্জ জেলা রোভার স্কাউট এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। মঙ্গলবার (১২ আস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশসকের সম্মেলন কক্ষে জেলা রোভার স্কাউট এর উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশসাক মোহাম্মদ জাহিুদল ইসলাম মিঞা।
এসময় ডিসি জাহিদুল বলেন, আমরা নতুন প্রেক্ষাপটের মধ্য দিয়ে কাজ করছি। আমাদের সন্তানের ছাত্র জনতারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে। আমরা আর রক্ত দেখতে চাই না। একটি পদ্ধতি সবাই দাড় করাতে চাই। স্বার্থের চোখটা বন্ধ থাকবে।
স্বার্থের চোখ চাই না ভিবেকের চোখ খুলতে চাই । ভিবেকের চোখ দিয়ে দেখতে চাই। সমাজের অনেক ভালো মানুষ আছে তাদের কেনো যেনো আমরা উৎসাহ করি। আমরা বিদেশী ইউরোপি রাষ্ট্রের মত হতে চাই তাহলে আমাদের তাদের মত আচারণ করতে হবে।
এসময় তিনি রোভার স্কাউট নিয়ে বলেন, রোভার স্কাউট আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এটা আরো ব্যাপকতা বাড়বে বলে বিশ্বাস করি।
এই কর্মশালা জেলা নারায়ণগঞ্জের সকল অধ্যক্ষগণের উপস্থিত ছিলেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র ভ র স ক উট
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে নানা আয়োজনে পালিত হবে “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫”
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জও পালিত হবে (১৮-২৪ আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। নারায়ণগঞ্জ জেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে বিশেষ কর্মসূচির মাধ্যমে এই মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হবে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হচ্ছে-
ক) ব্যানার ফেস্টুনসহযোগে সড়ক র্যালি, উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।
খ) স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/ব্যক্তি/ উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার/পদক প্রদান।
গ) নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ।
ঘ) মৎস্যচাষি, জেলে/ মৎস্যজীবীর সমন্বয়ে জেলা/উপজেলার মৎস্য সম্পদের স্বায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা।
ঙ) জনবহুল স্থানে প্রামাণ্য চিত্র প্রদর্শন।
চ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা।
ছ) “মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা।
জ) পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন।
ঝ) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান প্রভূতি।
গৃহীত কর্মসূচিগুলো জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং মৎস্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উদ্যোগে যথারীতি বাস্তবায়িত হবে।
আগামী ১৮ আগস্ট ২০২৫ . তারিখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর।