নারায়ণগঞ্জে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
Published: 12th, August 2025 GMT
নারায়ণগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে | মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে র্যালি ও বৃক্ষরোপণ করা হয়।
নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো.
এসময় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, কিন্তু সেই স্বপ্ন দেখতে হবে এবং বাস্তবায়ন করতে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। জীবনের গুরুত্বপূর্ণ সময় হল এখন।
আপনারা যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে প্রতিষ্ঠিত হতে পারবেন। পৃথিবীতে যত প্রাণি আছে তারা কিভাবে জীবন চলতে হয় প্রাকৃতিক ভাবেই শিখে যায়। কিন্তু মানুষকে কৃত্রিম ভাবে শিখতে হয়।
তিনি আরও বলেন, একজন নগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের বহিঃ প্রকাশ ঘটাতে হবে। আমাদের দায়িত্বের জায়গা থেকে যদি অনুধাবন না করি, তাহলে আমারা যে সমাজ প্রত্যাশা করি সেধরনের সমাজ গঠন সম্ভব হবে না।
এসময় অনুষ্ঠানে ৫ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ৩ জন শ্রেষ্ঠ যুব সংগঠক ও ৩ জন সফল আত্মকর্মীকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নারায়ণগঞ্জ মহানগর শাখার ১৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ও প্রধান সংগঠন নাঈম আহমদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আজহার উদ্দিন শুভকে আহ্বায়ক, রাকিবুল হাসান রোকনকে সিনিয়র যুগ্ম- আহ্বায়ক ও নাহিদা সুলতানা উর্মিকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।
একই কমিটিতে যুগ্ম-আহ্বায়কের পদে ৬ জন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ২, যুগ্ম-সদস্যসচিব ৬ এবং ১১৯ জনকে সদস্য রাখা হয়েছে।