ব্যাটিং ব্যর্থতায় ফের হার বাংলাদেশ ‘এ’ দলের
Published: 17th, August 2025 GMT
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দল ফের হারের তিক্ত স্বাদ পেল। এবার সোহান, নাঈম, আফিফদের হারাল পার্থ স্করচার্স একাডেমি। রোববার (১৭ আগস্ট) বিকেলে ডারউইনে পার্থ স্করচার্স ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয়ে ফেরে। একদিনের ব্যবধানে তৃতীয় ম্যাচে আবার হারের দেখা পেল বাংলাদেশ ‘এ’ দল।
লো স্কোরিং ম্যাচে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৯ উইকেটে মাত্র ১২৩ রান করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটি। জবাবে পার্থ স্করচার্স ১২ বল আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে।
আরো পড়ুন:
দেশে সবার অধিকার সমান, এই দেশ সবার: সেনাপ্রধান
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা: প্রেস সচিব
আফিফ হোসেন বাদে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই এদিন ভালো করতে পারেননি। ৪৯ বলে ৪ বাউন্ডারিতে ৪২ রান করে অপরাজিত ছিলেন আফিফ। এছাড়া ১৬ রান করেন রাকিবুল। ১৪ রানের দুটি ইনিংস আসে সোহান ও মৃতুঞ্জয়ের ব্যাট থেকে।
আগের দিন ঝড়ো ব্যাটিং করা জিসান আলম থেমে যান মাত্র ৯ রানে। ব্যাটিং ব্যর্থতায় ঘুরপাক খাওয়া মোহাম্মদ নাঈম ৫ রানের বেশি করতে পারেননি। আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ১ রান আসে তার ব্যাট থেকে।
পার্থের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন ব্রায়াস জনসন। ২ উইকেট পেয়েছেন আলবার্ট এস্টারহুইসেন।
জবাব দিতে নেমে পার্থের শুরুটা ভালো ছিল না। ১১ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। ফেরান বেক্সটার হোল্টকে। সেখান থেকে জায়ডেন গুডউইন ও টিয়াগ উইলি প্রতিরোধ গড়েন। দলকে ৩৬ রান পর্যন্ত নিয়ে যান।
কিন্তু ফিফটি ছোঁয়ার আগেই তারা ২ উইকেট হারায় এবং ৬৯ রানে আরেক ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। তখন মনে হচ্ছিল বোলাররা ম্যাচ জমিয়ে দেবেন। কিন্তু তাতে বাধা হয়ে আসেন জোয়েল কুর্টিস। তার অপরাজিত ৪৪ ও ম্যাথু স্পুরের ২৪ রানে পার্থ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাঈম ও রাকিবুল ২টি করে উইকেট নেন। ১ উইকেট পেয়েছেন হাসান।
১৯ আগস্ট একই মাঠে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নর্থান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি