ব্যাটিং ব্যর্থতায় ফের হার বাংলাদেশ ‘এ’ দলের
Published: 17th, August 2025 GMT
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দল ফের হারের তিক্ত স্বাদ পেল। এবার সোহান, নাঈম, আফিফদের হারাল পার্থ স্করচার্স একাডেমি। রোববার (১৭ আগস্ট) বিকেলে ডারউইনে পার্থ স্করচার্স ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয়ে ফেরে। একদিনের ব্যবধানে তৃতীয় ম্যাচে আবার হারের দেখা পেল বাংলাদেশ ‘এ’ দল।
লো স্কোরিং ম্যাচে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৯ উইকেটে মাত্র ১২৩ রান করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটি। জবাবে পার্থ স্করচার্স ১২ বল আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে।
আরো পড়ুন:
দেশে সবার অধিকার সমান, এই দেশ সবার: সেনাপ্রধান
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা: প্রেস সচিব
আফিফ হোসেন বাদে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই এদিন ভালো করতে পারেননি। ৪৯ বলে ৪ বাউন্ডারিতে ৪২ রান করে অপরাজিত ছিলেন আফিফ। এছাড়া ১৬ রান করেন রাকিবুল। ১৪ রানের দুটি ইনিংস আসে সোহান ও মৃতুঞ্জয়ের ব্যাট থেকে।
আগের দিন ঝড়ো ব্যাটিং করা জিসান আলম থেমে যান মাত্র ৯ রানে। ব্যাটিং ব্যর্থতায় ঘুরপাক খাওয়া মোহাম্মদ নাঈম ৫ রানের বেশি করতে পারেননি। আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ১ রান আসে তার ব্যাট থেকে।
পার্থের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন ব্রায়াস জনসন। ২ উইকেট পেয়েছেন আলবার্ট এস্টারহুইসেন।
জবাব দিতে নেমে পার্থের শুরুটা ভালো ছিল না। ১১ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। ফেরান বেক্সটার হোল্টকে। সেখান থেকে জায়ডেন গুডউইন ও টিয়াগ উইলি প্রতিরোধ গড়েন। দলকে ৩৬ রান পর্যন্ত নিয়ে যান।
কিন্তু ফিফটি ছোঁয়ার আগেই তারা ২ উইকেট হারায় এবং ৬৯ রানে আরেক ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। তখন মনে হচ্ছিল বোলাররা ম্যাচ জমিয়ে দেবেন। কিন্তু তাতে বাধা হয়ে আসেন জোয়েল কুর্টিস। তার অপরাজিত ৪৪ ও ম্যাথু স্পুরের ২৪ রানে পার্থ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাঈম ও রাকিবুল ২টি করে উইকেট নেন। ১ উইকেট পেয়েছেন হাসান।
১৯ আগস্ট একই মাঠে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নর্থান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল এফএ কাপ চ্যাম্পিয়নরা
চেলসি ০ : ০ ক্রিস্টাল প্যালেস
দুই দলের নামের আগেই ‘চ্যাম্পিয়ন’ শব্দটা ব্যবহার করা যায়। চেলসি ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর ক্রিস্টাল প্যালেস চ্যাম্পিয়ন এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের।
আজ রোববার প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো দলই। আক্রমণ, প্রতি-আক্রমণে জমে ওঠা ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে এদিন স্বগাতিকদেরই দাপট ছিল বেশি। বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। কিন্তু ৭২ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি চেলসি। অন্য দিকে ২৮ শতাংশ বলের দখল রাখা প্যালেসও ১২টি শট নিয়ে পায়নি গোলের দেখা। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
আরও পড়ুন৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের১৫ আগস্ট ২০২৫আজ আক্রমণ, প্রতি-আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। বল দখলে চেলসি এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিয়েছে প্যালেস। এমনকি ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্যালেসকে এগিয়েও দেন এজে। কিন্তু একটু পরই ভিএআর যাচাইয়ের পর বিতর্কিতভাবে বাতিল হয়ে যায় সে গোল।
চেলসির ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও