নারায়ণগঞ্জে শিশু, কিশোর -কিশোরী  ও নারী উন্নয়নে সচেতনতামুলক  প্রচার কার্যক্রম মিডিয়া কর্মীদের অংশ গ্রহনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিন ব্যাপি পরামর্শমুলক  কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে  জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন  ডা: এ এফ এম মশিউর রহমান। 
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণযোগাযোগ  ও তথ্য মন্ত্রনালয়ের উপ-পরিচালক ফাহিমা জামান,  সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। 
কর্মশালায় জানানো হয়, ২০১৯ সালের এক স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এবং ৮ হাজার জন মারা যায়। এরমধ্যে ৬৮ শতাংশই শিশু। সারাদেশে প্রায় ৫ কোটি ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান শুরু হবে। এ টিকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 


প্রতিবছর প্রায় আট হাজারের বেশী শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারাযায়। গর্ববতি এবং দুগ্ধপান করা মায়েদের এই টিকা দেয়া যাবেনা। 
কর্মশালায় আরও জানানো হয়, নারায়ণগঞ্জে প্রায় ৮ লাখ ১০ হাজার শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। টিকাদান কর্মসূচিকে সফল করতে গণমাধ্যম কর্মীদের জনসচেতনা সৃষ্টিতে ভূমিকা রাখতে আহবান জানানো হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ট ইফয় ড ট ক দ ন ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বাংলাদেশের আজকে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটা অনেকটা এই ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতোই এই ফ্যাসিবাদকে হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীসহ সবাই সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয়তাবাদী দল।

‎ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পূর্বে বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন। ‎‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেল চারটায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে থেকে এই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা - নারায়ণগঞ্জ লিংক প্রদক্ষিণ  করেন।

‎তিনি আরও বলেন, আর সেই লক্ষ্যে  আগামীতে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। 

আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক। আমরা দীর্ঘ ১৭টি বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সেই সংগ্রামের ফল বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

  • জেলা জাসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জেও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা : রফিউর রাব্বি
  • কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ
  • খানপুর চ্যাম্পিয়ন ট্রফি সিজন-২'র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
  • সিদ্ধিরগঞ্জে র‌্যাবের পোশাকে ২৫ লাখ টাকা ছিনতাই
  • সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামানের পক্ষে বিশাল শোডাউন
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামান মাসুদের তাক লাগানো শোডাউন
  • না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর
  • ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব