নৌকা, ধানের শীষ ও লাঙ্গল মার্কার মধ্যে ধোঁকাবাজি আর ভেজাল আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম।

রেজাউল করীম বলেন, “আওয়ামী লীগ নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, বিএনপি ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না। জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে নির্বাচন করেও লাঙ্গল চালাতে পারে না। তবে, হাতপাখা সবাই চালাতে পারে। হাতপাখা প্রতীক হল গরিব ও অসহায়দের বন্ধু। আগামীতে হাতপাখা ক্ষমতায় গেলে দেশ নিরাপদ থাকবে।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ-সভাপতি ও সিংড়া আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান, সিংড়া পৌর জামায়াতের আমির সাদরুল উলা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

ঢাকা/আরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ঙ গল

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ