প্রশ্ন: আমার বয়স ৫৮ বছর, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। আমার ওজন ৬৭ কেজি ৮০০ গ্রাম। কয়েক দিন আগে আমার হাঁটুর নিচের পেশি ও পাতা ফুলে যায়, সকালে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সেপ্টেম্বর মাসে চিকিৎসককে দেখানোর পর তিনি ১০ দিন একটা ট্যাবলেট সেবনের পরামর্শ দেন আর কয়েকটি পরীক্ষা করতে দেন। পরীক্ষার রিপোর্ট দেখে একদিন পর আরেকটি ট্যাবলেট যোগ করেন। কিন্তু পায়ের ফোলা কমছে না। দয়া করে পরামর্শ দেবেন, আমি এখন কী করব।
আবদুল মকিম চৌধুরী, ঢাকা
পরামর্শ: আপনার বর্ণনায় উল্লেখ করেছেন, চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় কী তথ্য পেয়েছেন, উল্লেখ করেননি। যেহেতু ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন, তাই রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানালে পরিপূর্ণ ধারণা পাওয়া যেত। পরামর্শ দেওয়াটাও সহজ হতো। আরও কিছু বিষয় জানা প্রয়োজন। যেমন: আপনার এক পা ফুলেছে নাকি উভয় পা, ফোলা স্থানে ব্যথা আছে কি না, আপনি ডায়াবেটিসে ভুগছেন কি না। এসব তথ্য ছাড়া অনুমাননির্ভর পরামর্শ ঝুঁকিপূর্ণ হবে।
চিকিৎসকের দেওয়া ওষুধগুলো খেতে থাকুন। পাশাপাশি প্রতিদিন দুইবার পায়ের সুনির্দিষ্ট দুটি ব্যায়াম—অ্যাঙ্কল প্লান্টার ও ডরসিফ্লেক্সন করতে পারেন। আশা করি উপকার পাবেন।
আর আপনার চলমান ওষুধের ডোজটি আগে সম্পন্ন করুন। এরপরও অবস্থার উন্নতি না হলে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।
আরও পড়ুনবয়স মানছে না উচ্চ রক্তচাপ, আক্রান্ত হচ্ছেন তরুণেরাও২৬ সেপ্টেম্বর ২০২৫লেখা পাঠানোর ঠিকানাঅধুনা
প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected],
খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘স্বাস্থ্য জিজ্ঞাসা’।
আরও পড়ুনবুক নারীদের মতো হওয়ায় কষ্টে আছি, সারাব কীভাবে?২৪ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
মিরপুরে পুলিশের পিওএমে হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু
মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) একটি ভবনে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) পরিচালকের নিয়ন্ত্রণে থাকবে এই বহির্বিভাগ। এখন থেকে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে চিকিৎসা পাবেন। আজ শুক্রবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পিওএমের একটি ভবনে হাসপাতালের এই বহির্বিভাগ উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এর ফলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ কমবে। পুলিশ সদস্যরা এখন থেকে মিরপুরে পিওএমে চালু হওয়া বহির্বিভাগে চিকিৎসা নিতে পারবেন। এখানে রোগনির্ণয়ে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করা হবে। এ ছাড়া অন্যান্য সেবার মধ্যে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ফিজিওথেরাপি এবং অবজারভেশন (পর্যবেক্ষণ) সুবিধা থাকবে এই বহির্বিভাগে।
মিরপুরে পিওএমের ভবনে হাসপাতালের বহির্বিভাগ সেবা উদ্বোধনের পর সেখানে চিকিৎসার বন্দোবস্ত ঘুরে দেখেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ৩ অক্টোবর, ২০২৫