ফিলিস্তিনের মানুষ মুসলমান বলেই ইজরায়েল হত্যাযজ্ঞ চালাচ্ছে: ইউটিএল
Published: 4th, October 2025 GMT
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এর ওপর ইসরায়েলি সেনাদের নৃশংস আক্রমণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। তাদের দাবি ফিলিস্তিনের মানুষ কেবল মুসলমান বলেই আজ তাদের ওপর ইজরায়েল অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে ইউটিএলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
আরো পড়ুন:
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও ভাতা শতাংশ ভিত্তিতে বাড়ানোর প্রস্তাব
শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রদল নেতার চারিত্রিক সনদ বাতিল
মানববন্ধনের অধ্যাপক মো.
তিনি বলেন, “আমরা চাই বিশ্ব মানবতা জেগে উঠুক। যেন আর কোনো শিশু, আর কোনো মা রক্তে ভেসে না যায়। ইসরায়েলের এই বর্বরতা থামাতে হবে।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান বলেন, “ফিলিস্তিনের মানুষ কেবল মুসলমান বলেই আজ তাদের উপর ইজরায়েল অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটি মানবতার জন্য চরম লজ্জাজনক একটি অধ্যায়। একটি ক্ষুদ্র রাষ্ট্র হয়েও ইজরায়েল আজ সারা পৃথিবীকে ঝুঁকির মুখে ফেলেছে।”
তিনি সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বলেন, “কিছু মানুষ সামান্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। অথচ ইজরায়েল সেটিও সহ্য করতে পারছে না। তারা এই মানবিক উদ্যোগকে বন্ধ করে দিয়েছে। আজ প্রশ্ন জাগে- কোথায় জাতিসংঘ? কোথায় ওআইসি?”
ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম বলেন, “দুই বছর ধরে গাজার মুসলমান ভাই-বোনদের ওপর ইসরায়েল যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, তা অকল্পনীয়। মুসলিম বিশ্ব আজ নিশ্চুপ, যা আমাদের জন্য লজ্জাজনক। মানবতা ঘুমিয়ে গেছে।”
তিনি আরো বলেন, “যে চুক্তি ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তা কার্যকর হলে তাদের স্বাধীন আবাসভূমির স্বপ্নও ধূলিসাৎ হয়ে যাবে। আমি সেই চাপিয়ে দেওয়া চুক্তির তীব্র সমালোচনা করছি। বরং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরায়েলের সহাবস্থানই এই সংকটের একমাত্র সমাধান হতে পারে।”
মানববন্ধনে অধ্যাপক এইচ এম মোশাররফ হোসেন বলেন, “গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে। অবরোধ প্রত্যাহার করতে হবে। এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথে বিশ্ব সম্প্রদায়কে সক্রিয় হতে হবে।”
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো গাজায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য খাদ্য, ত্রাণ ও চিকিৎসাসামগ্রী বহনকারী আন্তর্জাতিক মানবিক নৌ-অভিযান।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইজর য় ল ম সলম ন ব শ বব ম নব ক র জন য র ওপর
এছাড়াও পড়ুন:
মানববন্ধনে অংশগ্রহকারীরা স্বেচ্ছাসেবক দলের নয়, গিয়াসের লোক : রিপন
বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে মানববন্ধন করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারীরা।
মানববন্ধনে একাধিক ব্যাানার নিয়ে বিভিন্ন অংঙ্গ সংগঠনের পরিচয়ে নেতাকর্মীরা অংশগ্রহন করেন তবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি সেচ্ছাসেবকদল, ওই কর্মসূচিতে ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা লোকজন সেচ্ছাসেবক দলের কেউ না বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা।
আজকে যারা থানা স্বেচ্ছাসেবক দলের নামে ব্যানার করে মানববন্ধন করেছেন তাদের সাথে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কোন সম্পর্ক নেই। উক্ত মানববন্ধনে আমাদের থানা স্বেচ্ছাসেবক দলের কোন নেতা কর্মী উপস্থিত ছিলনা। তারা সাবেক এমপি গিয়াসউদ্দিনের লোক, স্বেচ্ছাসেবকদলের কেউ না।
আরো পড়ুন
সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ
ফতুল্লায় নাশকতার চেষ্টায় সক্রিয় হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা
বন্দরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
বন্দরে আওয়ামীলীগ নেতা কবির হোসেন গ্রেপ্তার
বন্দরে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জিয়াউল গ্রেপ্তার
বন্দরে বখাটেদের হাতুড়ি পেটায় একই পরিবারের ৩জনসহ আহত ৪
বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম