বিরাট-রোহিতের ওয়ানডে অধিনায়কও গিল
Published: 4th, October 2025 GMT
মাহেন্দ্র সিং ধোনির থেকে অধিনায়কত্ব পেয়েছিলেন বিরাট কোহলি। কোহলির থেকে সেই ব্যাটন পান রোহিত শর্মা। হাতবদলে এইবার তা পেলেন শুভমান গিল। আগেই তাকে টেস্ট অধিনায়ক করা হয়েছিল। এইবার দেয়া হল ওয়ানডের দায়িত্ব।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। রোহিত শর্মার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।
আরো পড়ুন:
ভুয়া ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক
ঈদের আগে ডিপিএলে খেলতে পারবেন না মুশফিক
রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও রাখা হয়েছে দলে। চোটের কারণে উইকেট কিপার রিশাভ পান্ত দলে নেই। তার পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ধ্রুব জুরেল।
লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে ভারত। মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ভারতের প্রথম সিরিজ এটি। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ১৫ সদস্যের ওয়ানডে দল থেকে পরিবর্তন আছে পাঁচটি। পার্থে ওয়ানডে সিরিজটি শুরু আগামী ১৯ অক্টোবর। পরের দুই ম্যাচ অ্যাডিলেড ও সিডনিতে, যথাক্রমে ২৩ ও ২৫ অক্টোবর।
টি-টোয়েন্টি পাঁচটি-টোয়েন্টিটি হবে ২৯ ও ৩১ অক্টোবর, ২, ৬ ও ৮ নভেম্বর। ২০ ওভারের ম্যাচের ভেন্যুগুলো যথাক্রমে ক্যানবেরা, মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট, ব্রিজবেন।
ভারতের ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শার্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), আকসার প্যাটেল, লোকেশ রাহুল, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার, কুলদিপ জাদাব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদিপ সিং, প্রাসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, ইয়াশাসভি জয়সওয়াল।
ভারতের টি-টোয়েন্টি দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), আভিশেক শার্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলাক ভার্মা, নিতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, আকসার প্যাটেল, জিতেশ শার্মা, ভারুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শিদপ সিং, কুলদিপ ইয়াদাভ, হার্শিত রানা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দার।
ঢাকা/ ইয়াসিন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মামদানির সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামীকাল শুক্রবার হোয়াইট হাউসে নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন।
গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। মামদানি চলতি মাসের শুরুর দিকে মেয়র নির্বাচিত হন। মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম এই দুই রাজনীতিকের মধ্যে মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে।
আমরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছি। নিউইয়র্কবাসীর কাছে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করার জন্য আমার দল এ পদক্ষেপ নিয়েছে। প্রতিশ্রুতি পূরণের জন্য আমি যেকোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করতে প্রস্তুত।জোহরান মামদানি, নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়রট্রাম্প তাঁর পোস্টে লেখেন, নিউইয়র্ক শহরের কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি বৈঠক করতে চেয়েছেন। ২১ নভেম্বর, শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকটি করার বিষয়ে তাঁরা একমত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
নবনির্বাচিত মেয়রের মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে ট্রাম্প-মামদানির মধ্যকার অনুষ্ঠেয় বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে ডোরা পেকেক বলেন, প্রথা অনুযায়ী, নবনির্বাচিত মেয়র হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। বৈঠকে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নাগরিকদের সাশ্রয়ী জীবনযাপনের বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠক নিয়ে ট্রাম্পের কাছ থেকে ঘোষণা আসার আগে মামদানি নিজেও বিষয়টি নিশ্চিত করেন। তিনি এমএস নাউকে বলেন, তাঁর দল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক আয়োজনের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
আরও পড়ুনট্রাম্প–মামদানি কি সমানে সমান০৭ নভেম্বর ২০২৫সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘আমরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছি। নিউইয়র্কবাসীর কাছে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করার জন্য আমার দল এ পদক্ষেপ নিয়েছে। প্রতিশ্রুতি পূরণের জন্য আমি যেকোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। তবে শর্ত হলো, তা ৮৫ লাখ মানুষের কল্যাণে হতে হবে। যাঁরা এ শহরকে নিজেদের বাড়ি মনে করেন, আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরে জীবন যাপন করতে সংগ্রাম করছেন।’
ট্রাম্প ও মামদানির মধ্যকার অনুষ্ঠেয় এ বৈঠক তাঁদের মধ্যে কয়েক মাস ধরে চলা তিক্ততার অবসান করবে বলে আশা করা হচ্ছে। গত জুন মাসে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে মামদানির জয়ের পর থেকে তাঁরা পরস্পরের তীব্র সমালোচনা করে আসছেন।
নবনির্বাচিত মেয়রের মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে ট্রাম্প-মামদানির মধ্যকার অনুষ্ঠেয় বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।মামদানিকে ‘ছোট্ট কমিউনিস্ট’ বলে আক্রমণ করেছিলেন ট্রাম্প। নিউইয়র্কবাসী যাতে মামদানিকে ভোট না দেন, সে জন্য তিনি তাঁদের উৎসাহিত করেছিলেন। মামদানি জিতলে নিউইয়র্ক শহরের জন্য ফেডারেল তহবিল কমানোর হুমকি দিয়েছিলেন তিনি।
অন্যদিকে নিজের বিজয় ভাষণে ট্রাম্পকে একহাত নিয়েছিলেন মামদানি। তিনি বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি, আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ বলার আছে—আওয়াজ বাড়ান।’
আরও পড়ুনবিজয়ভাষণে ট্রাম্পকে মামদানি বললেন, ‘আওয়াজ বাড়ান’০৫ নভেম্বর ২০২৫আরও পড়ুননিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র কে এই জোহরান মামদানি০৫ নভেম্বর ২০২৫