বন্দর ইউনিয়ন বিএনপির কর্মীসভা, লিফলেট বিতরণ
Published: 7th, October 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আওতাধীন বন্দর উপজেলা বিএনপির অন্তর্গত বন্দর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল তিনটায় পুরান বন্দর চৌধুরী নুপুর কমিউনিটি সেন্টারে এই কর্মীসভার আয়োজন করা হয়।
বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
পরে পুরান থেকে বন্দর রেলালাইনসহ বিভিন্ন স্থানে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা গণসংযোগ করে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মামুন, বন্দর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন ব এনপ র ব এনপ র স
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু নিয়ে উদ্বেগ জানালো এনসিপি, আশ্বাস প্রশাসকের
নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু রোগী মহামারী আকারে ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নারায়ণগঞ্জ এনসিপি।
পরিস্থিতি থেকে উত্তরণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকান্ড সম্পর্কে জানতে এবং নিজেদের উদ্বেগের কথা জানাতে নাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছে এনসিপির নেতৃবৃন্দরা।
সোমবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সাথে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।
এসময় এনসিপি নেতৃবৃন্দ শহরের ডেঙ্গু বিস্তার রোধ, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সমস্যার কথা প্রশাসকের সামনে তুলে ধরেন। সেই সাথে এসব বিষয় দ্রুত সমাধানের পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জবাবে প্রশাসক আশ্বাস দেন দ্রুতই ডেঙ্গু নির্মূলে কার্যক্রম ব্যবস্থা নিতে যাচ্ছেন তারা। চলমান কার্যক্রম দিগুন করার পাশাপাশি সচেতনতামূলক কাজ বৃদ্ধি এবং নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।
একই সাথে এসব কাজে জনগনকে যুক্ত করার কথা জানান। পাশাপাশি শহরের যানজট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান প্রশাসক। যা দ্রুতই বাস্তবায়নের জন্য কাজ শুরু করা হবে।