গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর
Published: 7th, October 2025 GMT
দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের বিজয়ীরা আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) শপথ নেবেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ দ্রুত ইসির হাতে নেওয়ার সুপারিশ
চাকসু: ছাত্রদলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন দুই প্রার্থী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৭ বছর পর গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াসিন আল মৃদুল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হন।
১১টি পদের বিপরীতে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন।
গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ চালু রয়েছে। প্রথমবার গকসু নির্বাচন হয় ২০১৩ সালে, সর্বশেষ হয় ২০১৮ সালে। তবে প্রশাসনিক জটিলতার কারণে ওই সংসদ পূর্ণ মেয়াদে কাজ করতে পারেনি।
পরে ২০২০ সালের ডিসেম্বরে সংসদটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ ৭ বছর পর এবার বিশ্ববিদ্যালয়ে গঠিত হচ্ছে গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ।
ঢাকা/সানজিদা/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গকস অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
অর্থহীনের অ্যালবামে সুমনের পুত্র আহনাফ
প্রায় তিন বছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা দিল অর্থহীন। গতকাল সকালে ঢাকার এক রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ব্যান্ডটি জানিয়েছে, ১৭ অক্টোবর প্রকাশিত হবে ফিনিক্সের ডায়েরি ২। ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাবে। এর মধ্যে ২ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’।
সংবাদ সম্মেলনে ব্যান্ডের প্রতিষ্ঠাতা, বেজ গিটারিস্ট, ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘গানগুলো শুধু আগের শ্রোতারাই পছন্দ করবে—এমন নয়; জেন–জি, জেন–আলফা বা পরবর্তী প্রজন্মের কাছেও এর আকর্ষণ থাকবে।’
অর্থহীন জানিয়েছে, অ্যালবামটিতে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে। আগের অ্যালবামের তুলনায় এটি আরও বেশি সমৃদ্ধ।
অ্যালবামটি সংগীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলকে উৎসর্গ করা হয়েছে। এতে গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি, বেজ গিটারিস্ট বাবি লুইস ও ‘বেজবাবা’ সুমনের পুত্র আহনাফের সঙ্গে কোলাবরেশন করেছে অর্থহীন।
সংবাদ সম্মেলনে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে ব্যান্ডের বাকি দুই সদস্য ড্রামার মার্ক ডন ও গিটারের এহতেশাম আলী উপস্থিত ছিলেন