দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের বিজয়ীরা আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) শপথ নেবেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ দ্রুত ইসির হাতে নেওয়ার সুপারিশ

চাকসু: ছাত্রদলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন দুই প্রার্থী

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

মো. আবুল হোসেনের সভাপতিত্বে একাডেমিক ভবনের এ-ব্লকের ৪১৭ নম্বর কক্ষে দুপুর আড়াইটায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৭ বছর পর গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াসিন আল মৃদুল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হন।

১১টি পদের বিপরীতে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন।

গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ চালু রয়েছে। প্রথমবার গকসু নির্বাচন হয় ২০১৩ সালে, সর্বশেষ হয় ২০১৮ সালে। তবে প্রশাসনিক জটিলতার কারণে ওই সংসদ পূর্ণ মেয়াদে কাজ করতে পারেনি।

পরে ২০২০ সালের ডিসেম্বরে সংসদটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ ৭ বছর পর এবার বিশ্ববিদ্যালয়ে গঠিত হচ্ছে গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ।

ঢাকা/সানজিদা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গকস অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

৩ দিন পর পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

নিখোঁজের তিনদিন পর ঢাকার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার একটি মৎস্য খামারের পুকুর থেকে হৃদয় হাসান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়। 

মারা যাওয়া হৃদয় সৈয়দপুর সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি পেশায় রডমিস্ত্রি ছিলেন। গত দশ বছর ধরে পরিবার নিয়ে চন্দ্রাইল এলাকার ভাড়া বাসায় থাকতেন তিনি।

আরো পড়ুন:

বন্ধুকে হত্যার পর কুড়াল নিয়ে থানায় হাজির

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

নিহতের ভাই মনু মিয়া বলেন, “আমার ভাই তিনদিন ধরে নিখোঁজ ছিল। তাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি। আজ সকালে পুকুরে ভেসে থাকা মরদেহের খবর পেয়ে ছুটে আসি। মরদেহটি ছিল পুকুরের মাঝখানে। উদ্ধারের পর লাশটি আমার ভাইয়ের বলে শনাক্ত করি।”

স্থানীয়রা জানান, সকালে মরদেহ ভেসে থাকার খবরে এলাকার মানুষ পুকুর পাড়ে জড়ো হন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ভাইয়েরা এসে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেন।

ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “৯৯৯- নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আমরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের স্বজনেরা পরিচয় শনাক্ত করেছেন।”

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া চলমান।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ