শাকসু নির্বাচনে ভোটার হতে বকেয়া ফি পরিশোধের বিজ্ঞপ্তি, সমালোচনা-ক্ষোভ
Published: 13th, November 2025 GMT
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ভোটার ও প্রার্থী হতে শিক্ষার্থীদের সব বকেয়া ফি পরিশোধ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মাত্র ছয় দিন সময় বেঁধে দেওয়ায় শিক্ষার্থীরা এর সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার হওয়ার যোগ্যতার শর্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বরের মধ্যে সব ফি বকেয়াসহ পরিশোধ করতে হবে।
রাহিন ইসলাম নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ ‘সাস্টিয়ান ভয়েসে’ লিখেছেন, ‘এই অযৌক্তিক সিদ্ধান্তের শেষ কোথায়?’ একই পোস্টের মন্তব্যে ইবরাহিম সৌরভ লিখেছেন, ‘শাকসু বানচালের চেষ্টা।’
তানিয়া আক্তার নামের এক শিক্ষার্থী লিখেছেন, ভোটার হওয়ার একমাত্র যোগ্যতা ছাত্রত্ব থাকা হওয়া উচিত। এ ধরনের ইস্যুগুলো নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যাহত করবে ও নির্বাচনের আমেজ নষ্ট হবে। অন্য উপায়েও এসব ফি আদায় করা যায়। শিগগিরই এই বিজ্ঞপ্তি বাতিল করার দাবি জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সাবিহা ইয়াসমিন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। কারণ, ভোটার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এখন বকেয়া ফি থাকলে তাদের নাম তালিকা থেকে বাদ পরে যেতে পারে। তাই জরুরি ভিত্তিতে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নতুন সেমিস্টারের যেহেতু বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তাহলে এই সেমিস্টারের কোনো ফি দিতে হবে না।
দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচন আয়োজন করতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে নির্বাচন পরিচালনায় গঠনতন্ত্রসহ ওয়েবসাইট উদ্বোধন করেছে নির্বাচন কমিশন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বব দ য
এছাড়াও পড়ুন:
ওয়েবসাইটেই মিলবে শাকসুর সব তথ্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ওয়েবসাইটেই এখন থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের সব তথ্য পাবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী প্রশাসনিক ভবনের সভা কক্ষে শাকসুর তথ্যভিত্তিক এই নতুন ওয়েব মেনুর উদ্বোধন করেন।
আরো পড়ুন:
শাবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫ শিক্ষক
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে যুক্ত এই ‘শাকসু মেনু’ থেকে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন, গঠনতন্ত্র, তফসিল, ভোটার তালিকা, প্রার্থী তালিকা, আচরণবিধি, ভোটকক্ষ বিন্যাস, ফলাফল ও বিজ্ঞপ্তিসহ নির্বাচনী প্রক্রিয়ার সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “শিক্ষার্থীরা যাতে সহজেই নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে পারেন, সেই লক্ষ্যেই আমরা ওয়েবসাইটে শাকসু মেনু চালু করেছি। আচরণবিধি চূড়ান্ত হয়েছে, খুব শিগগিরই তা সাইটে প্রকাশ করা হবে।”
তিনি আরো বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা তৈরির কাজ চলছে। মাস্টার্স পর্যায়ের তথ্য সংযোজন শেষে তালিকা প্রকাশ করা হবে। আমরা খুব শিগগিরই তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করব।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী আশা প্রকাশ করে বলেন, “ওয়েবসাইটভিত্তিক এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নির্বাচনী তথ্য জানাকে আরও সহজ করবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইকবাল/মেহেদী