জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি জানিয়েছেন, তিনি প্রতি রাতে মাত্র দুই থেকে চার ঘন্টা ঘুমান।  বৃহস্পতিবার আইনসভা কমিটিকে তিনি এ কথা বলেছেন।

গত সপ্তাহে সংসদীয় অধিবেশনের প্রস্তুতির জন্য তাকাইচি তার অফিসে ভোর ৩টার কর্মী সভার আয়োজন করেন। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।

জাপানের কুখ্যাত দীর্ঘ কর্মঘণ্টা হ্রাস করার গুরুত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে তাকাইচি বলেছেন, “আমি এখন প্রায় দুই ঘন্টা ঘুমাই, সবচেয়ে বেশি সময় চার ঘন্টা। আমার মনে হয় এটি আমার ত্বকের জন্য খারাপ।”

জাপান দীর্ঘদিন ধরে একটি সুস্থ কর্মজীবন ভারসাম্য বজায় রাখতে লড়াই করছে। অনেক কর্মী অফিসে প্রচণ্ড চাপের সম্মুখীন হচ্ছেন। এমনকি অতিরিক্ত কাজের কারণে মারা যাওয়া লোকদের জন্য ‘কারোশি’ শব্দটিও রয়েছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার জন্য ওভারটাইম কাজের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিষয়ে তার সরকারের আলোচনার ব্যাখ্যাও চাওয়া হয়েছিল তাকাইচির কাছে।

তিনি আলোচনার পক্ষে যুক্তি দিয়ে তিনি জানান, শ্রমিক ও নিয়োগকর্তাদের বিভিন্ন চাহিদা রয়েছে। কিছু মানুষ জীবিকা নির্বাহের জন্য দুটি চাকরি করতে পছন্দ করে, অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ওভারটাইমের উপর কঠোর সীমা আরোপ করে। তবে যেকোনো পরিবর্তন নিশ্চিত করবে যে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, “প্রকৃতপক্ষে, যদি আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে লোকেরা তাদের ইচ্ছানুযায়ী শিশুর যত্ন নেওয়ার দায়িত্বের মধ্যে সঠিকভাবে ভারসাম্য বজায় রাখতে পারে ও কাজ করতে, অবসর সময় উপভোগ করতে এবং আরাম করতে সক্ষম হয় - তাহলে তা আদর্শ হবে।”

তাকাইচি গত মাসে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

তাইজুলের ‘৫০০’

তিন উইকেটের অপেক্ষায় ছিলেন। সিলেটে প্রথম ইনিংসে দুই উইকেট নিয়ে এগিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তার শিকার একটি।

বৃহস্পতিবার আইরিশ ব‌্যাটসম‌্যান হ‌্যারি টেক্টরের প‌্যাডে আঘাত করতেই তাইজুল বুঝে যান আরেকটি উইকেট পেতে যাচ্ছেন। আম্পায়ারও সায় দিলেন। টেক্টর রিভিউ নিয়ে প্লাম্ব এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি। টেক্টরের উইকেট নিয়ে তাইজুল পূর্ণ করেন প্রথম শ্রেণির ক্রিকেট ক‌্যারিয়ারের ৫০০তম উইকেট।

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবেই এই মাইলফলক স্পর্শ করলেন তাইজুল। এর আগে আব্দুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়র প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বর্তমানে দলের টিম ডিরেক্টর হওয়া আব্দুর রাজ্জাক ৬৩৪ উইকেট নিয়ে ক‌্যারিয়ার শেষ করেছেন। এনামুলের উইকেট ৫১৩টি।

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন তাইজুল। অভিষেকেই পেয়েছিলেন ৫ উইকেট। জাতীয় দলের ক‌্যাপ মাথায় উঠার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে লম্বা সময় খেলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগে নিয়মিত পারফর্মার ছিলেন তিনি।

টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ‌্যা ২৪০টি। বাকি উইকেট পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে। রাজশাহী বিভাগের হয়ে পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫২ উইকেট। এছাড়া বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে ৭৩টি, পূর্বাঞ্চলের হয়ে ১৮টি ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭টি উইকেট পেয়েছেন।

এদিকে তাইজুল আরো বড় কিছুর অপেক্ষায় আছেন। সাদা পোশাকের ক্রিকেটে আর ৭ উইকেট পেলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন তিনি। ২৪৬ উইকেট নিয়ে সাকিব রয়েছেন শীর্ষে। ইতিহাসের অক্ষয় কালিতে নিজের নাম লিখতে তাইজুলের প্রয়োজন ৭ উইকেট। সিলেটের পর আয়ারল‌্যান্ডের বিপক্ষে ঢাকাতেও খেলবেন তিনি। সুযোগটি কাজে লাগাতে পারবেন তো?

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ