এবার রাবির ৩ বিভাগে ভর্তির জন্য দিতে হবে লিখিত পরীক্ষা
Published: 13th, November 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন, আইন ও ভূমি প্রশাসন বিভাগ এবং ইংরেজি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তরা এই বিভাগগুলোতে ভর্তির সুযোগ পাবেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন বিভাগে ভর্তির শর্ত প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের একটি সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
রাবিতে জিএস-রেজিস্ট্রার বাকবিতণ্ডা: বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা
গাঁজা সেবনের অভিযোগে রাবির ৬ শিক্ষার্থী আটক
ইংরেজি বিভাগের জন্য ওই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১ হাজার ৫০০ জন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে ৪৫ শতাংশ নম্বর পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১ হাজার ৫০০ জনকে নিয়ে সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইংরেজি বিভাগের জন্য শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে।
এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হবে।
‘এ’ (মানবিক) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ টাকা ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। সব ইউনিটের ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ত পর ক ষ য় ব ভ গ র জন য আইন ও ভ ম এমস ক উ ইউন ট র ভর ত র
এছাড়াও পড়ুন:
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে স্তম্ভটি গুঁড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী জানান, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে সকালে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একপর্যায়ে স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনি’ স্তম্ভ গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে, গত বছরের ৫ আগস্ট ‘এক তর্জনি’ স্তম্ভটি ভাঙচুর করা হয়। তবে, স্তম্ভের কিছু অংশ অবশিষ্ট ছিল। আজ সেই অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতিতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজও শহীদদের রক্তে রাজপথ ভেজা। আওয়ামী লীগ হায়েনার মতো আবারো অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে, ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে।’’
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি গুঁড়িয়ে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব