হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় নিহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সুহেল চৌধুরী। এই ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি  সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

হেফাজতে ইসলামের নেতারা চট্টগ্রাম উত্তর জেলায় সকাল-সন্ধ্যা এই অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।

আরো পড়ুন:

৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে হাটহাজারীতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বাস চাপায় গুরুতর আহত হন মাওলানা সুহেল চৌধুরী। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকেই আজ বুধবার সড়ক অবরোধের ডাক দেন হেফাজত নেতারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুল ইসলাম বলেন, ‍“আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই আজ সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে অবরোধ করা হয়েছে।”

মুফতি কামরুল ইসলাম বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগের সময় দুইবার গুম করা হয়েছিল মাওলানা সুহেল চৌধুরীকে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে আসার সময় পেছন দিক থেকে সুপরিকল্পিতভাবে বাসচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে।”

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাছির মুনির বলেন, “মাওলানা সুহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি।”
 

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন অবর ধ ইসল ম ব

এছাড়াও পড়ুন:

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ

সোনা সব সময়ই দামি ধাতু। তবে বৈশ্বিক অস্থিরতার সুযোগে ধাতুটির মূল্য অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে। তাতে প্রায় ২৬ মাসের ব্যবধানে সোনার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এখন প্রতি ভরির দাম দুই লাখ টাকার বেশি। সোনার দাম এখানে থামবে, এমন কোনো লক্ষণ নেই। উল্টো দাম আরও বাড়ার ইঙ্গিত মিলছে।

সম্পর্কিত নিবন্ধ