ক্যানসার আক্রান্ত নুজহাত সুস্থ হয়ে অন্য রোগীদের সাহস যোগাচ্ছেন
Published: 8th, October 2025 GMT
সংসার, একমাত্র সন্তান আর নিজের বুটিক টি’স নিয়ে দারুণ কাটছিল নুজহাত তারান্নুমের জীবন। ২০২১ সালের আগস্ট মাসে হঠাৎ একদিন স্তনে একটি চাকা অনুভব করলেন। দ্রুতই পরীক্ষা-নিরীক্ষা করালেন।
বায়োপসির রিপোর্ট থেকে জানা গেল, নির্দোষ সিস্ট। তিন-চার মাস পর চাকাটির আকার বাড়তে থাকলেও তিনি দুশ্চিন্তা করেননি। কারণ, চিকিৎসক অভয় দিয়েছিলেন।
যখন জানলেন ক্যানসারচাকাটি বড় হতে থাকলে পরের বছর এপ্রিলে আবার গেলেন চিকিৎসকের কাছে। আবারও বায়োপসি করা হলো। ধরা পড়ল ক্যানসার। প্রথমেই নুজহাতের মনে হলো, তিনি না থাকলে ১৪ বছর বয়সী তাঁর একমাত্র ছেলের কী হবে!
চিকিৎসা নেওয়া তো বটেই, নিজের মনটাকে স্বাভাবিক করে তোলাও হয়ে দাঁড়াল এক চ্যালেঞ্জ। তবে পরিবারের সবাই পাশে ছিলেন। ক্যানসারের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গেলেন সিঙ্গাপুর। সেখানে জানলেন, স্টেজ ২বি, মানে প্রায় তৃতীয় পর্যায়ে চলে গেছে ক্যানসার।
আরও পড়ুনঅনলাইনে এই ১০টা বিষয় শেয়ার না করলে বোঝা যাবে আপনি মানসিকভাবে স্থির০৭ অক্টোবর ২০২৫বড় কঠিন সে চিকিৎসাক্যানসারের চিকিৎসা চলাকালেও নিজে শক্ত থাকার চেষ্টা করেছেন নুজহাত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ
সোনা সব সময়ই দামি ধাতু। তবে বৈশ্বিক অস্থিরতার সুযোগে ধাতুটির মূল্য অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে। তাতে প্রায় ২৬ মাসের ব্যবধানে সোনার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এখন প্রতি ভরির দাম দুই লাখ টাকার বেশি। সোনার দাম এখানে থামবে, এমন কোনো লক্ষণ নেই। উল্টো দাম আরও বাড়ার ইঙ্গিত মিলছে।