বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি মাছধরা ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) নিয়মিত টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ট্রলারটি শনাক্ত করে উদ্ধার অভিযান পরিচালনা করে।

চট্টগ্রামস্থ ঈশা খাঁ ঘাঁটি নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ‘এমভি তাজমিনুর রহমান’ নামে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে জেলেরা মাঝসমুদ্রে আটকে পড়ে। ট্রলারের অস্বাভাবিক গতিবিধি দেখে নৌবাহিনীর সদস্যরা কাছে এগিয়ে গেলে বিপদ সংকেত শনাক্ত করে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

আরো পড়ুন:

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্কতা 

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

উদ্ধারের পর ক্ষুধার্ত ও ক্লান্ত জেলেদের তাৎক্ষণিকভাবে খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ট্রলারসহ তাদের নিরাপদে তীরে নিয়ে এসে পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের তথ্য অনুযায়ী, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। উদ্ধারকৃত সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমা সুরক্ষা ও উপকূলীয় জনগণের নিরাপত্তায় তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
 

ঢাকা/রেজাউল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র অভ য ন উদ ধ র

এছাড়াও পড়ুন:

দিনাজপুরের তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে 

শীতে কাবু হয়ে পড়ছেন উত্তরের জেলা দিনাজপুরের মানুষ। গরম কাপড় আর আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এখানকার মানুষ। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। 

জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন এ বিষয়টি জানিয়েছেন। 

আরো পড়ুন:

আজ দিনাজপুরে তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি 

৭৫ টাকায় সিরাজগঞ্জে মেলে শীতের কম্বল

তোফাজ্জল হোসেন জানান, আজ দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ।

তিনি জানান, একই সময় দেশের অন্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১২.২, রংপুরে ১৪.০, সৈয়দপুরে ১২.৮, নীলফামারীর ডিমলায় ১৩.০, বগুড়ায় ১৫.০, পাবনার ঈশ্বরদীতে ১৩.৩, রাজশাহীতে ১২.৭, কুড়িগ্রামের রাজারহাটে ১২.৩, নওগাঁর বদলগাছিতে ১২.১, যশোরে ১৪.৬, চুয়াডাঙ্গায় ১৩.৭ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ