ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করেছে: টুকু
Published: 9th, October 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি দল প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল। সেই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার এ দেশের সহজ সরল মানুষের সাথে প্রতারণা করেছে। দেশের সাধারণ মানুষ নিয়ে তারা কখনো চিন্তা করেনি। কীভাবে টেকসই উন্নয়ন হয় ও মানুষের উপকার হয়, তা কখনো ভাবেনি। বিভিন্ন উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের ধসে যাওয়া অংশ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশের মানুষ মনে করে, আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। আমরা তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। মানুষের কল্যাণে কাজ করব। তারই ধারাবাহিকতায় বুধবার থেকে ধসে যাওয়া সংযোগ সড়ক মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করেছি। টেকসই উন্নয়নের জন্য টাইম টু টাইম খোঁজ-খবর রাখছি।
তিনি আরো বলেন, আমাদের নেতা জিয়াউর হমান প্রান্তিক পর্যায়ের মানুষের স্বার্থে কাজ করেছেন। আমিও তার আদর্শ অনুসরণ করি। আমি যদি আগামীতে আল্লাহর রহমত ও জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে চরাঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন করব। আমি অনেক আগে থেকেই চরাঞ্চল ঘুরতে শুরু করেছি। চরাঞ্চলের মানুষের কী প্রয়োজন, তাদের জীবনমান উন্নয়ন কী কী কাজ করতে হবে, সেই তালিকা করেছি। আমাদের কাজে কোনো দুর্নীতি হবে না।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাভু প্রমুখ। নদী পারাপারের জন্য সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে দুটি নৌকা দেওয়া হয়েছে।
ঢাকা/কাওছার/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে থানায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের চকবাজার থানার ভেতর থেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) অহিদুর রহমানের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৩ নভেম্বর) বিকেলে থানা ব্যারাকের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অহিদুর চকবাজার থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যায় মামলা
স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজির আলী ঘটনার লাশ উদ্ধারের তথ্য জানান। তিনি জানান, তিন মাস আগে বরিশাল রেঞ্জ থেকে বদলি হয়ে সিএমপিতে যোগ দেন অহিদুর। গত সেপ্টেম্বরে চকবাজার থানায় তার পদায়ন হয়। তিনি থানার ব্যারাকে থাকতেন।
তিনি আরো জানান], প্রতিদিনের মতো রবিবার (২৩ নভেম্বর) সকালে গোসল করতে বাথরুমে যান অহিদুর। আরেকজন পুলিশ সদস্য গোসল করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি বাইরে থেকে অনেকক্ষণ ডাকাডাকি করেন। কয়েকবার দরজায় ধাক্কাও দেন। ভেতর থেকে সাড়া পাননি তিনি। পরে ওই পুলিশ সদস্য অন্যদের ডাকেন। অন্যরা গিয়ে দরজা ভেঙে অহিদুরকে ছাদের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
অহিদুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ‘‘থানার টহল টিমের সঙ্গে শনিবার (২২ নভেম্বর) রাতেও দায়িত্ব পালন করেন অহিদুর। সকালে কাজ শেষ করে থানার ব্যারাকে ফেরেন তিনি। রাতে তার সঙ্গে যারা ডিউটি করেন, তারা বলেছেন, দায়িত্বে থাকা সময় তিনি (অহিদুর) স্বাভাবিক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’
এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা/রেজাউল/বকুল