ফিলিপাইনে সুপার টাইফুন আঘাত হানতেই নিহত ২
Published: 9th, November 2025 GMT
ফিলিপাইনে সুপার টাইফুন ফুং-ওং আঘাত হানার পরপর দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। উত্তর লুজনে ভূমিধ্বসের আগে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার রাতে অরোরা প্রদেশে সুপার টাইফুন ফুং-ওং আঘাত হানার আগে দশ লাখেরও বেশি মানুষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে গেছে। কর্মকর্তারা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া লুজনের অনেক অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফুং-ওংয়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের আরো কিছু এলাকা সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ ঝড় সতর্কতা স্তরের অধীনে রাখা হয়েছে। মেট্রো ম্যানিলা এবং কাছাকাছি প্রদেশগুলি এখনো। ৩ স্তরে রয়েছে।
নিরাপত্তা সতর্কতা হিসেবে, বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক মেট্রো ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্যাংলিসহ বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, ক্যাটানডুয়ানেসে একজন ডুবে মারা গেছেন এবং ক্যাটবালোগান সিটিতে ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছেন দমকলকর্মীরা।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গুগল তৈরি করছে শক্তিশালী এআই চিপ
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আধিপত্য ভাঙতে গুগল চিপ নির্মাণের ঘোষণা দিয়েছে। গুগল এখন পর্যন্ত তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী এআই চিপ তৈরি করছে। সপ্তম প্রজন্মের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চিপকে ‘আয়রনউড’ নামে ডাকা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারবেন।
গত এপ্রিলে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে আয়রনউড চালু করে গুগল। সেই চিপ পূর্ণাঙ্গভাবে বাজারে আনার জন্য দ্রুত কাজ করছে গুগল। সম্পূর্ণ নিজস্ব নকশায় তৈরি টিপিইউ চিপ বড় আকারের মেশিন লার্নিং মডেলের প্রশিক্ষণ ও চ্যাটবট বা ডিজিটাল সহকারীর মতো বাস্তবসম্মত সেবা পরিচালনার জন্য তৈরি করা হয়েছে।
গুগলের দাবি, একসঙ্গে ৯ হাজার ২১৬টি টিপিইউ সংযুক্ত করে একটি বিশেষ ‘পড’ তৈরি করা যায়। এই পড ব্যবহার করে বৃহত্তম ও তথ্যনির্ভর এআই মডেল চালানোর সময় ডেটা বটলনেক বা তথ্যপ্রবাহের জটিলতা কার্যত দূর হয়ে গেছে। আয়রনউড আগের প্রজন্মের টিপিইউ চিপের তুলনায় চার গুণ বেশি কাজ করতে পারে। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ক্লড নামের ল্যাংগুয়েজ মডেল পরিচালনার জন্য প্রায় ১০ লাখ গুগলের আয়রনউড চিপ ব্যবহার করবে।
বর্তমানে এআই বাজারে আধিপত্য বিস্তারে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও মেটার মধ্যে প্রতিযোগিতা তীব্রভাবে চলছে। এখনো বেশির ভাগ বড় ল্যাংগুয়েজ মডেল এনভিডিয়ার জিপিইউ–নির্ভর। গুগলের টিপিইউর মতো নিজস্ব নকশার চিপও বেশ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এসব চিপ দক্ষতা, গতি ও খরচ সাশ্রয় তিন ক্ষেত্রেই বাড়তি সুবিধা দিচ্ছে। নতুন চিপের পাশাপাশি গুগল ক্লাউড প্ল্যাটফর্মে আনা হচ্ছে নানা আপগ্রেড। গুগল জানায়, তাদের সেবাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও নমনীয় করা হচ্ছে।
ক্লাউড বাজারে গুগল অ্যামাজন ও মাইক্রোসফটের বেশ পেছনে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গুগল ক্লাউডের আয় ছিল ১৫ দশমিক ১৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি প্রবৃদ্ধির। গুগল জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ৯ মাসে গত দুই বছরের চেয়ে বেশি বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি সই হয়েছে। বাড়তি চাহিদা মেটাতে ৯৩ বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, ‘আমরা আমাদের এআই অবকাঠামো পণ্যের ব্যাপক চাহিদা লক্ষ করছি। সেটা টিপিইউ–ভিত্তিক হোক বা জিপিইউ–ভিত্তিক। গত এক বছরে আমাদের প্রবৃদ্ধির অন্যতম বড় চালিকা শক্তি এটি। ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে গুগলের।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া