নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান রাকসু প্রার্থীর
Published: 11th, October 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি আসন্ন রাকসু নির্বাচনের কার্যনির্বাহী সদস্য প্রার্থী।
শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি।
আরো পড়ুন:
আন্দোলনে যাচ্ছেন না শিক্ষক-কর্মকর্তারা, রাকসু নির্বাচনে বাধা নেই
সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত
এ সময় তিনি বলেন, “আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় লিফলেট ছড়িয়ে ছিটিয়ে আছে। আগামী সোমবার (১৩ অক্টোবর) ৭২ ব্যাচের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি। এই পরিচ্ছন্নতা অভিযান শুধু যে নির্বাচন উপলক্ষে তাই নয়, এইটা একটা প্রতীকি পরিচ্ছন্নতা অভিযান।”
তিনি আরো বলেন, “আমরা নির্বাচন পরবর্তী সময়েও ক্যাম্পাসে যেকোনো স্বচ্ছতায় এনার্জিটিক থাকব। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় যত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন আছে সবাইকে বিনীত অনুরোধ করব, নির্বাচনের পরদিন থেকেও যেন আমরা এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান করতে পারি “
“আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে পরিচিত। আগামীতেও আমাদের সেই ধারা অব্যাহত থাকবে,” যোগ করেন আরিফুল।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর’র সভাকক্ষে জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাঈদ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আ. মান্নান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. এবিএম জাহাঙ্গীর রতন ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।
সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুছ আলাী, রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার মো. আশরাফুল ইসলাম, আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়া ও সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম।
বন্দর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার কৃষিবিদ শারমীন আক্তার’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন আড়াইহাজার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।
রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর’র সভাকক্ষে জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাঈদ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আ. মান্নান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হাঁস প্রজনন খামার এর উপপরিচালক এ,বি,এম, সালাহ্ উদ্দীন, জেলা ট্রেনিং অফিসার ডা. এবিএম জাহাঙ্গীর রতন ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।
সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুছ আলাী, রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার মো. আশরাফুল ইসলাম ও সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম।
বন্দর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার কৃষিবিদ শারমীন আক্তার’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন আড়াইহাজার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।