বাংলাদেশ ২–২ নেপাল

জাতীয় স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়নি। ৪০-৪৫ শতাংশ আসন ফাঁকাই থাকল। সিঙ্গাপুর, হংকং ম্যাচের মতো গ্যালারিতে গর্জন ওঠেনি সেভাবে।

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে আজ রাতের গ্যালারি বরং নিশ্চুপই ছিল প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে হামজা চৌধুরীর জোড়া গোলে উজ্জীবিত হয়ে উঠলেও যোগ করা সময়ে গোল খেয়ে নাটকীয়ভাবে জেতা ম্যাচ ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ।

প্রথমার্ধে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে জুনিয়র সোহেল রানার জায়গায় নামে শমিত সোমকে নিয়ে। বিরতির পরপরই ম্যাচের রং যায় পাল্টে। পিছিয়ে থাকা ম্যাচে হামজা চৌধুরীর নৈপুণ্যে স্কোরলাইন ২-১।

শেষ মুহূর্তে গোল হজম করে হতাশ বাংলাদেশ দল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হঠাৎ ভাইরাল, নীল শাড়ি পরা সেই অভিনেত্রী বললেন...

পরনে নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ, কপালে ছোট্ট টিপ—সপ্তাহখানেক ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মারাঠি অভিনেত্রী গিরিজা ওকের ছবিটি ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, তিনিই ভারতের নতুন ‘ক্রাশ’। তাঁকে সিডনি সুইনি কিংবা মনিকা বেলুচ্চির সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ।

দুই দশকের ক্যারিয়ার গিরিজার। ‘তারে জমিন পার’, ‘জওয়ান’, ‘ইন্সপেক্টর জেনডে’–এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তবে তাঁকে নিয়ে কখনোই এতটা আলোচনা হয়নি। মারাঠি সিনেমার দর্শকের মধ্যে তিনি পরিচিত, তবে মারাঠি ইন্ডাস্ট্রির বাইরে তাঁর খুব একটা পরিচিতি নেই। এবার পুরো ভারত তাঁকে চিনল।

দুই দশকের ক্যারিয়ার গিরিজার

সম্পর্কিত নিবন্ধ