ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: দুলু
Published: 11th, October 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বিএনপির নেতাকর্মীদের এখন সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন।”
শনিবার (১১ অক্টোবর) বিকালে নাটোর সদরের ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
জনতা চায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, এটিই আমাদের লক্ষ্য: ফখরুল
পাশের দেশে পালান ব্যক্তিকে ফেরাতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা চলছে: রিজভী
দুলু বলেন, “আমি বিশ্বাস করি, আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপি আগামী দিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র, চক্রান্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয়কে ঠেকাতে পারবে না।”
তিনি বলেন, “আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে। বিএনপি সবসময় মানুষের বিপদে পাশে থাকে। এখনো সব মানুষের পাশে থাকতে হবে। দলকে গতিশীল করতে দলের ছোট-বড় সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে।”
তিনি আরো বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোট দিতেই পারেনি। তরুণ সমাজ জীবনে প্রথম ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।”
বিএনপি নেতা বজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
ঢাকা/আরিফুল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র ন ত কর ম ব এনপ র রহম ন
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসুম আল হাছান ও মো. ইলিয়াছ (৪৫) নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে এসব দুর্ঘটনা ঘটে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় রাত নয়টায় ঢাকাগামী সৌদি পরিবহনের (চট্টমেট্রো ব-১১-০৬৭৯) ধাক্কায় মো. ইলিয়াছ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ইলিয়াছ কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি এলাকার মৃত নুর আহামদের ছেলে। তিনি কাপ্তাই জেটিঘাট এলাকায় এস আলম কাউন্টারের টিকিট বিক্রেতা হিসাবে কর্মরত ছিলেন।
ওসি আরো জানান, মো. ইলিয়াছ কাপ্তাই সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এসময় কাপ্তাই জেটিঘাট হতে ছেড়ে যাওয়া সৌদি পরিবহনের একটি গাড়ি খোলা লকারের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হলে এলাকাবাসী তাকে কাপ্তাই সদর হাসপাতালে নিয়ে গেলে পথে তার মৃত্যু হয়।
এর আগে রাঙামাটির লংগদু উপজেলায় ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বাইসাইকেল আরোহী মাসুম আল হাছান (১৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
মাসুমের বাবা আব্দুল হান্নান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে আসি। এসে দেখি তৎক্ষণাৎ আমাদের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লংগদু থানায় অভিযোগ দায়ের করা হবে।”
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিধান বলেন, “ভিকটিম হাসপাতালে আনার আগে মৃত্যুবরণ করেন। দুই ঘটনায় পুলিশ ঘাতক সৌদি পরিবহন গাড়িটি এবং ট্রাকটি জব্দ করলেও কাউকে তৎক্ষণাৎ আটক করতে পারেনি।”
ঢাকা/শংকর/এস