আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট’ (আইসিইবিটিএম ২০২৫)।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের (এসবিই) উদ্যোগে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনটি শেষ হবে শনিবার।

শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড.

হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী পর্বে তিনি কি নোট বক্তৃতা করবেন।

শনিবার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন। সম্মেলনে এ ছাড়া উপস্থিত থাকবেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম, এসবিইর ভারপ্রাপ্ত ডিন ও সম্মেলনের অনারারি চেয়ার প্রফেসর রাইসুল আউয়াল মাহমুদ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিমসহ আয়োজক কমিটির সদস্যরা।

সম্মেলনে যা থাকছে

এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টির বেশি দেশ থেকে তিন শতাধিক গবেষক, শিক্ষক ও শিল্প প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে থাকবে ৫টি কি–নোট বক্তব্য, ৮টি ইন্ডাস্ট্রি টক, আমন্ত্রিত অতিথিদের ৩টি সেশন, ২৫টি প্যারালাল সেশন এবং ২টি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি প্যানেল আলোচনা।

মঙ্গলবার আইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

আইইউবির উদ্যোগে অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু কাল

আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট’ (আইসিইবিটিএম ২০২৫)।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের (এসবিই) উদ্যোগে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনটি শেষ হবে শনিবার।

শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী পর্বে তিনি কি নোট বক্তৃতা করবেন।

শনিবার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন। সম্মেলনে এ ছাড়া উপস্থিত থাকবেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম, এসবিইর ভারপ্রাপ্ত ডিন ও সম্মেলনের অনারারি চেয়ার প্রফেসর রাইসুল আউয়াল মাহমুদ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিমসহ আয়োজক কমিটির সদস্যরা।

সম্মেলনে যা থাকছে

এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টির বেশি দেশ থেকে তিন শতাধিক গবেষক, শিক্ষক ও শিল্প প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে থাকবে ৫টি কি–নোট বক্তব্য, ৮টি ইন্ডাস্ট্রি টক, আমন্ত্রিত অতিথিদের ৩টি সেশন, ২৫টি প্যারালাল সেশন এবং ২টি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি প্যানেল আলোচনা।

মঙ্গলবার আইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সম্পর্কিত নিবন্ধ