গ্রিন ইউনিভার্সিটির (জিইউবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ‘ক্যাম্পাস মিডিয়া ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসের জেএমসির মিডিয়া ল্যাবে এই ‘ক্যাম্পাস মিডিয়া ওয়ার্কশপ’ হয়। ওয়ার্কশপের শিরোনাম ছিল ‘ওয়ার্কশপ অন ক্যাম্পাস জার্নালিজম অ্যান্ড নিউজ স্টুডিও অপারেশন।’

আরো পড়ুন:

ধামরাই প্রেস ক্লাবের সভাপতি তুষার, সম্পাদক আহাদ 

এনটিভির সাংবাদিক মাহবুব আর নেই

বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড.

হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ওয়ার্কশপে স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড.  মো. অলিউর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। ওয়ার্কশপে মূল বক্তা ও ফ্যাসিলিটেটর ছিলেন রেডিও বিক্রমপুর এফএম ৯৯.২ এর স্টেশন ম্যানেজার মোহাম্মদ আউলাদ হোসেন খান। আরো বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. শাহ নিস্তার জাহান কবীর।

ওয়ার্কশপে ‘ক্যাম্পাস মিডিয়া’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির। এছাড়া ‘ক্যাম্পাস মিডিয়া কনটেন্ট’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেএমসির ২২২ ব্যাচের শিক্ষার্থী মোমেনুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন জেএমসি মিডিয়া ক্লাব মডারেটর ও প্রভাষক মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া, প্রভাষক মোহাম্মদ বায়েজীদ খান ও জান্নাতুল ফেরদৌস মীম।

ওয়ার্কশপ উপস্থাপনায় ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ইমু আক্তার মীম।

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ এমস উপস থ

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপের টিকিট কাটল ঘানা

পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।

এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।

আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।

আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫

ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।

গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও

সম্পর্কিত নিবন্ধ