ছাত্র-জনতাকে রাজাকার উপাধি দেওয়ায় হাসিনাকে পালাতে হয়েছে: মামুনুল হক
Published: 11th, October 2025 GMT
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, “স্বাধীন দেশের ছাত্র জনতাকে রাজাকার উপাধি দেওয়ায় গত ৫ আগস্টের গণঅভ্যূত্থানে দেশ ছেড়ে পালাতে হয়েছে ভারতের দোসর স্বৈরাচারী হাসিনাকে। দেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে।”
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু
শেখ হাসিনার জন্মদিন উদযাপনের চেষ্টা, গ্রেপ্তার ৪
তিনি বলেন, “ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে সুযোগ খুঁজছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা ও ষড়যন্ত্র করছে। সজাগ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”
এ সময় মামুনুল হক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুরের ৪ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করেন এবং দলের মনোনীত প্রার্থীকে রিকসা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী (রিকশা মার্ক) মুফতি নুরুল করিম, হাফেজ মাওলানা রেজাউল করিম সভাপতি কেন্দ্রীয় মজলিসের সদস্য দিনাজপুর, একই জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিনহাজুল ইসলাম।
অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, বিরামপুর উপজেলা সহ-সভাপতি আকরাম হোসাইন, মাওলানা জুবায়ের সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল মাজেদ, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মুফতি রবিউল ইসলাম, হাফেজ মাওলানা রাসেল ইসলাম, হাকিমপুর উপজেলা সভাপতি মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিনিয়র সভাপতি হাফেজ মাওলানা আকরাম হোসেন প্রমুখ।
ঢাকা/মোসলেম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মজল স র ল ইসল ম
এছাড়াও পড়ুন:
শেষ মুহূর্তে পয়েন্ট খোয়াল বাংলাদেশের মেয়েরা
আর তো বেশি সময় নয়, ৯০ মিনিট হতে মাত্র ১ মিনিটই বাকি। এরপর কয়েক মিনিটের যোগ করা সময়। ব্যস, এটুকু সময় ঠেকিয়ে রাখতে পারলেই তো জয়। কিন্তু বাংলাদেশের মেয়েরা পারলেন না, ৮৯ মিনিটে গোল খেয়ে বসলেন। সেই গোল খেয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে জিততে জিততেও পয়েন্ট খোয়াল বাংলাদেশ। এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করল ১-১ গোলে। ১৭ অক্টোবর একই মাঠে চায়নিজ তাইপের মুখোমুখি হবে কোচ সাইফুল বারীর দল।
জর্ডানের আকাবা স্টেডিয়ামে গতকাল ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মামনি চাকমার ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণদেয়ালে লেগে দিক পাল্টায়, সেই দিক পাল্টানো বলকে দারুণ হেডে জর্ডানের জালে জড়ান সৌরভী। গত আগস্টে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ উইমেন্স চ্যাম্পিয়নশিপে সাত গোল করেছিলেন এই ফরোয়ার্ড। এ ছাড়া কদিন আগে দুবাইয়ে প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জোড়া গোল করেন তিনি।
সৌরভী আকন্দের গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস