বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, “স্বাধীন দেশের ছাত্র জনতাকে রাজাকার উপাধি দেওয়ায় গত ৫ আগস্টের গণঅভ্যূত্থানে দেশ ছেড়ে পালাতে হয়েছে ভারতের দোসর স্বৈরাচারী হাসিনাকে। দেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে।”

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু

শেখ হাসিনার জন্মদিন উদযাপনের চেষ্টা, গ্রেপ্তার ৪

তিনি বলেন, “ফ‍্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে সুযোগ খুঁজছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা ও ষড়যন্ত্র করছে। সজাগ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”

এ সময় মামুনুল হক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুরের ৪ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করেন এবং দলের মনোনীত প্রার্থীকে রিকসা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী (রিকশা মার্ক) মুফতি নুরুল করিম, হাফেজ মাওলানা রেজাউল করিম সভাপতি কেন্দ্রীয় মজলিসের সদস্য দিনাজপুর, একই জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিনহাজুল ইসলাম।

অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, বিরামপুর উপজেলা সহ-সভাপতি আকরাম হোসাইন, মাওলানা জুবায়ের সাঈদ, সাধারণ সম্পাদক  মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল মাজেদ, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মুফতি রবিউল ইসলাম, হাফেজ মাওলানা রাসেল ইসলাম, হাকিমপুর উপজেলা সভাপতি মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিনিয়র সভাপতি হাফেজ মাওলানা আকরাম হোসেন প্রমুখ।

ঢাকা/মোসলেম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মজল স র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

মেসি জানালেন, ‘খুব শিগগিরই দেখা হবে ভারত’

ভারতজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আরও এক ধাপ বাড়িয়ে লিওনেল মেসি নিশ্চিত করলেন তার বহু প্রতীক্ষিত ‘গোট ট্যুর’–এর তালিকায় যুক্ত হয়েছে হায়দরাবাদের নামও। আগে থেকেই কলকাতা, মুম্বাই ও দিল্লি সফরের কথা জানা থাকলেও এবার চতুর্থ শহর হিসেবে যুক্ত হলো দক্ষিণ ভারতের এই শহরটি।

নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ও ফেসবুকে মেসি লিখেছেন, “ভারত থেকে পাওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ! কয়েক সপ্তাহ পরই শুরু হচ্ছে গোট ট্যুর। কলকাতা, মুম্বাই ও দিল্লির পাশাপাশি এবার হায়দরাবাদেও আসছি আমি। খুব শিগগিরই দেখা হবে ভারত!”

আরো পড়ুন:

মেসির ১৩০০

‘যেভাবে বার্সেলোনা ছাড়ব ভেবেছিলাম, তা হয়নি’ মেসির হৃদয়ভরা আক্ষেপ

১৩ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হবে মেসির প্রথম অনুষ্ঠান। যেখানে থাকছে ‘গোট কনসার্ট’ এবং ‘গোট কাপ’। সেখানে মেসির সঙ্গে মাঠে নামতে পারেন ভারতের কিংবদন্তিরা- সৌরভ গাঙ্গুলি, ভাইচুং ভুটিয়া ও লিয়েন্ডার পেইস।

কলকাতার এই জমকালো আয়োজন শেষ করেই একই রাতে মেসি উড়াল দেবেন হায়দরাবাদে, গোট ট্যুরের দক্ষিণাঞ্চলীয় আয়োজনের জন্য।

হায়দরাবাদের ইভেন্টেও থাকছে অন্যান্য শহরের মতোই- ছোট্ট একটি ফুটবল ম্যাচ, ফুটবল ক্লিনিক, মিউজিক্যাল ট্রিবিউট ও সংবর্ধনা অনুষ্ঠান।

মেসির এই ভারত সফরের টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে। মূল্য শুরু হওয়ার সম্ভাবনা সর্বনিম্ন প্রায় ৩ হাজার ৫০০ রুপি।

হায়দরাবাদ যুক্ত হওয়ায় গোট ট্যুর এখন সত্যিকারের সর্বভারতীয় আকার পেয়েছে। সফরের সময়সূচি এমন-
১৩ ডিসেম্বর- পূর্ব ভারত: কলকাতা এবং দক্ষিণ ভারত: হায়দরাবাদ।
১৪ ডিসেম্বর- পশ্চিম ভারত: মুম্বাই।
১৫ ডিসেম্বর- উত্তর ভারত: দিল্লি।

মুম্বাই লেগে মেসি অংশ নেবেন ‘প্যাডেল গোট কাপে’। এই অংশে তার সঙ্গে থাকতে পারেন শাহরুখ খান, শচীন টেন্ডুলকার, এমএস ধোনি ও বলিউড তারকারা।

আগে শোনা গিয়েছিল মেসি সফরে আহমেদাবাদ ও কেরালার কোচি যুক্ত থাকবে। তবে শেষ মুহূর্তে সেই আয়োজন বাতিল হয় এবং হায়দরাবাদ নেয় বিকল্পের জায়গা।

মেসি সর্বশেষ ভারতে এসেছিলেন ২০১১ সালে। সেবার তিনি আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন ভেনেজুয়েলার বিপক্ষে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে। ১৪ বছর পর আবার সেই মাটিতেই তার উপস্থিতি। যা ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ