চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর, আহত নির্মাণশ্রমিকের মৃত্যু
Published: 13th, November 2025 GMT
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকসেবীদের পিটুনিতে আহত এক নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া গ্রামে মাদকাসক্ত বাবা ও ছেলের বিরুদ্ধে ওই শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। নিহত ওই শ্রমিকের নাম আনোয়ার হোসেন (৩৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা ও নির্মাণশ্রমিক। আজ বৃহস্পতিবার দুপুরে হত্যার বিষয়টি গোপনে আপস করে লাশ দাফনের প্রস্তুতির সময় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটাপাড়া গ্রামের মফিজুর রহমানের (৫৬) ছেলে ফারুক মিয়া (৩৫) বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। গত মঙ্গলবার সকালে ফারুক প্রকাশ্যে মাদক সেবন করলে আনোয়ার হোসেন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন ফারুক। একপর্যায়ে যোগ দেন ফারুকের বাবা মফিজুর রহমানও। পরে আনোয়ার হোসেনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে বাবা-ছেলে পালিয়ে যান। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা আনোয়ার হোসেনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, আনোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ওই গ্রামের প্রভাবশালী মহল তাঁর পরিবারকে হত্যার ঘটনায় মামলা না করতে চাপ দেন। একপর্যায়ে তাঁদের পরিবারকে জোরপূর্বক ফারুকের পরিবারের সঙ্গে আপসের জন্য বৈঠকে বসানো হয়। এ সময় খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত বাবা ও ছেলে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। এ জন্য তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আনোয়ার হোসেনের ভাগনে রিয়াদ হোসেন বলেন, ‘মঙ্গলবার সকালে মাদক সেবনে বাধা দেওয়ায় ফারুক ও তাঁর বাবা আমার মামাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা খুনিদের বিচার চাই।’
স্থানীয় সূত্রের ভাষ্য, মফিজুর রহমান এলাকায় মাদক সেবনের পাশাপাশি মাদকের কারবারও করেন। কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানি করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে পুলিশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ
বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস পার্টি ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব ও টিএমএসএস উপদেষ্টা মুহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও টিএমএসএস উপদেষ্টা অধ্যাপক ড. এম আফজাল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।
কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিএমডি মো. শহিদুল ইসলাম, ডিএমডি মো. জাহাঙ্গীর আলম, টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান আলী, উপাধ্যক্ষ মোছা. গুলশান আরা পারভীন, টিপিএসসি গভর্নিং বডির সদস্য আবু তাহের মো. রফিকুল ইসলাম প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির পারফরমেন্স বিবেচনায় শ্রেণি ও শাখার শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ঢাকা/এনাম/মেহেদী