গাড়িতে থাকা প্রেমিক-প্রেমিকাকে হত্যা, সিরিজের আড়ালে ভয়ংকর সেই সত্যি ঘটনা
Published: 13th, November 2025 GMT
প্রিয়জনের সঙ্গে লং ড্রাইভে গেছেন, ঘুরতে ঘুরতে কোনো জায়গা দেখে ভালো লাগল। গাড়ি থামিয়ে হয়তো একটু বিশ্রাম নিচ্ছেন। কিন্তু আপনি তখনো জানেন না, কাছেপিঠে কোথায় ওত পেতে আছে ভয়ংকর এক আততায়ী। গাড়িতে থাকা প্রেমিক যুগলদের যে বেছে বেছে হত্যা করে। দুনিয়ার নানা প্রান্তে রহস্যময় সব খুনের ঘটনা ঘটেছে, জানা গেছে কুখ্যাত সব ক্রমিক খুনির কথা। হালে এসব মীমাসিংত ও অমীমাংসিত ঘটনা নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। গত ২২ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে তেমনই একটি সিরিজ ‘দ্য মনস্টার অব ফ্লোরেন্স’। যে সিরিজের পটভূমি আজ থেকে পঞ্চাশ বছরেরও আগে। কী ঘটেছিল তখন? সিরিজটিতেই–বা কী দেখানো হয়েছে?
রহস্যময় এক খুনি
১৯৬৮ থেকে ১৯৮৫ সালের মধ্যে ইতালির ফ্লোরেন্স ও তার পার্শ্ববর্তী এলাকায় ভয়ংকর কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছিল। এক অজানা হত্যাকারী বিশেষ করে শহরের নির্জন অঞ্চলে গাড়িতে থাকা যুগলদের হত্যা করতেন। বেশ কয়েকটি ঘটনায় ভুক্তভোগীর নারীর যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছিল। রহস্যময় সেই আততায়ীকে ডাকা হয় ‘ফ্লোরেন্সের মনস্টার’ নামে। হত্যাকারীর পরিচয় আজও ফাঁস হয়নি; এটি আজও ইতালির ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায়।
নেটফ্লিক্সের নতুন চার পর্বের লিমিটেড সিরিজ ‘দ্য মনস্টার অব ফ্লোরেন্স’ তৈরি করেছেন লিওনার্দো ফাসোলি ও স্টেফানো সোলিমা। গল্পের শুরু ১৯৮২ সালের একটি ঘটনা দিয়ে। এক তরুণ প্রেমিক যুগল নিজেদের গাড়িতে খুন হন। পুলিশ তখন ১৯৬৮ সালের একটি হত্যাকাণ্ডের সঙ্গে এটির মিল পায়। কারণ, দুই ঘটনাতেই পয়েন্ট ২২ ক্যালিবার বেরেটা পিস্তল দিয়ে খুন করা হয়েছিল। অনেকে ভেবেছিলেন, এবার বুঝি রহস্য শেষ। কিন্তু তদন্তকারী আর সাংবাদিকেরা জানতেন না, এক জটিল ধাঁধার চক্করে পড়েছেন তাঁরা।
দ্য মনস্টার অব ফ্লোরেন্স’–এর দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রহস যময় মনস ট র হত য ক রহস য
এছাড়াও পড়ুন:
গাড়িতে থাকা প্রেমিক-প্রেমিকাকে হত্যা, সিরিজের আড়ালে ভয়ংকর সেই সত্যি ঘটনা
প্রিয়জনের সঙ্গে লং ড্রাইভে গেছেন, ঘুরতে ঘুরতে কোনো জায়গা দেখে ভালো লাগল। গাড়ি থামিয়ে হয়তো একটু বিশ্রাম নিচ্ছেন। কিন্তু আপনি তখনো জানেন না, কাছেপিঠে কোথায় ওত পেতে আছে ভয়ংকর এক আততায়ী। গাড়িতে থাকা প্রেমিক যুগলদের যে বেছে বেছে হত্যা করে। দুনিয়ার নানা প্রান্তে রহস্যময় সব খুনের ঘটনা ঘটেছে, জানা গেছে কুখ্যাত সব ক্রমিক খুনির কথা। হালে এসব মীমাসিংত ও অমীমাংসিত ঘটনা নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। গত ২২ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে তেমনই একটি সিরিজ ‘দ্য মনস্টার অব ফ্লোরেন্স’। যে সিরিজের পটভূমি আজ থেকে পঞ্চাশ বছরেরও আগে। কী ঘটেছিল তখন? সিরিজটিতেই–বা কী দেখানো হয়েছে?
রহস্যময় এক খুনি
১৯৬৮ থেকে ১৯৮৫ সালের মধ্যে ইতালির ফ্লোরেন্স ও তার পার্শ্ববর্তী এলাকায় ভয়ংকর কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছিল। এক অজানা হত্যাকারী বিশেষ করে শহরের নির্জন অঞ্চলে গাড়িতে থাকা যুগলদের হত্যা করতেন। বেশ কয়েকটি ঘটনায় ভুক্তভোগীর নারীর যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছিল। রহস্যময় সেই আততায়ীকে ডাকা হয় ‘ফ্লোরেন্সের মনস্টার’ নামে। হত্যাকারীর পরিচয় আজও ফাঁস হয়নি; এটি আজও ইতালির ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায়।
নেটফ্লিক্সের নতুন চার পর্বের লিমিটেড সিরিজ ‘দ্য মনস্টার অব ফ্লোরেন্স’ তৈরি করেছেন লিওনার্দো ফাসোলি ও স্টেফানো সোলিমা। গল্পের শুরু ১৯৮২ সালের একটি ঘটনা দিয়ে। এক তরুণ প্রেমিক যুগল নিজেদের গাড়িতে খুন হন। পুলিশ তখন ১৯৬৮ সালের একটি হত্যাকাণ্ডের সঙ্গে এটির মিল পায়। কারণ, দুই ঘটনাতেই পয়েন্ট ২২ ক্যালিবার বেরেটা পিস্তল দিয়ে খুন করা হয়েছিল। অনেকে ভেবেছিলেন, এবার বুঝি রহস্য শেষ। কিন্তু তদন্তকারী আর সাংবাদিকেরা জানতেন না, এক জটিল ধাঁধার চক্করে পড়েছেন তাঁরা।
দ্য মনস্টার অব ফ্লোরেন্স’–এর দৃশ্য। আইএমডিবি