চেতনানাশক স্প্রে করে সোনার গহনা ও মোবাইল ছিনতাই
Published: 13th, November 2025 GMT
সাতক্ষীরায় প্রকাশ্যে এক নারীকে চেতনানাশক স্প্রে করে তার পরনে থাকা স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের পিএন হাই স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নারীর নাম সিমা রায় (৪৯)। তিনি সাতক্ষীরা শহরের শেখর রায়ের স্ত্রী ও যশোরের অভয়নগরের বাশুড়ী গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা শহরের কামাননগরের সঙ্গীতা মোড়ের পার্শ্ববর্তী জবেদ আলীর বাসায় ভাড়া থাকতেন।
সিমা রায় জানান, বাসা থেকে বের হয়ে সুলতানপুর বড়বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দুই যুবক তার পেছন নেন। হঠাৎ একজন পেছন থেকে তার ঘাড়ে হাত দেন। সিমা পেছনে ফিরে তাকালে তার নাকের কাছে কিছু একটা স্প্রে করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে দুই যুবক সীমার পড়নে থাকা স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মো.
ঢাকা/শাহীন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে: পুলিশ
রাজশাহীতে নিজ বাসায় হত্যার শিকার বিচারকের ছেলের গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তাঁর এক পায়ের আঙুলে কাটা রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার পর রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় তাঁর ছেলে তাওসিফ রহমান (সুমন) হত্যার শিকার হয়। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
হামলাকারীর ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও (৪৪) আহত হন। এ ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে আটক করেছে পুলিশ। আহত হওয়ায় তাঁকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত লিমন মিয়া