আফ্রিকায় কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব
Published: 13th, November 2025 GMT
আফ্রিকা ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কলেরার প্রাদুর্ভাবের মুখোমুখি হচ্ছে। ভঙ্গুর পানি ব্যবস্থা এবং সংঘাতের কারণে এই বৃদ্ধি ঘটেছে। আফ্রিকা সিডিসি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
আফ্রিকা সিডিসি জানিয়েছে, তারা প্রায় তিন লাখ কলেরার ঘটনা ও সন্দেহভাজন কলেরার ঘটনা এবং সাত হাজারেরও বেশি মৃত্যু রেকর্ড করেছে। পরিসংখ্যানগুলো গত বছর রেকর্ড করা মোট ঘটনার তুলনায় ৩০ শতাংশেরও বেশি বৃদ্ধি দেখায়।
সংস্থাটির তথ্য অনুসারে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অ্যাঙ্গোলা ও বুরুন্ডিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। মূলত নিরাপদ পানির অভাবের কারণে এই সংখ্যা বেড়েছে।
কলেরা একটি গুরুতর ও সম্ভাব্য মারাত্মক ডায়রিয়া রোগ, যা পয়ঃনিষ্কাশন এবং পানীয় জল পর্যাপ্তভাবে পরিশোধিত না হলে দ্রুত ছড়িয়ে পড়ে।
আফ্রিকা সিডিসি জানিয়েছে, কঙ্গোতে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে এবং মোট আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। সংঘাত কবলিত অঞ্চলগুলোতে পূর্বাভাস এখনো উদ্বেগজনক, কারণ দুর্বল স্যানিটেশনসহ জনাকীর্ণ শিবিরগুলোতে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। দক্ষিণ সুদান ও সোমালিয়াতেও পরিস্থিতির উন্নতি হয়েছে।
সংস্থাটি আরো জানিয়েছে, ইথিওপিয়া ভাইরাল হেমোরেজিক জ্বরের আটটি সন্দেহভাজন কেস সনাক্ত করেছে। অসুস্থতার সঠিক কারণ নির্ধারণে ফলাফলের জন্য অপেক্ষা করছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হঠাৎ ভাইরাল, নীল শাড়ি পরা সেই অভিনেত্রী বললেন...
পরনে নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ, কপালে ছোট্ট টিপ—সপ্তাহখানেক ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মারাঠি অভিনেত্রী গিরিজা ওকের ছবিটি ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, তিনিই ভারতের নতুন ‘ক্রাশ’। তাঁকে সিডনি সুইনি কিংবা মনিকা বেলুচ্চির সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ।
দুই দশকের ক্যারিয়ার গিরিজার। ‘তারে জমিন পার’, ‘জওয়ান’, ‘ইন্সপেক্টর জেনডে’–এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তবে তাঁকে নিয়ে কখনোই এতটা আলোচনা হয়নি। মারাঠি সিনেমার দর্শকের মধ্যে তিনি পরিচিত, তবে মারাঠি ইন্ডাস্ট্রির বাইরে তাঁর খুব একটা পরিচিতি নেই। এবার পুরো ভারত তাঁকে চিনল।
দুই দশকের ক্যারিয়ার গিরিজার