দিনাজপুরে ১ লাখ ৩৭ হাজার ভোটার বেড়েছে
Published: 12th, October 2025 GMT
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে ভোটার বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫২ জন। রবিবার (১২ অক্টোবর) বিকেলে দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ভোটার ছিল ২৫ লাখ ৯ হাজার ৩৩১ জন। বর্তমান ভোটার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৬ হাজার ৯৮৩ জন। জেলার ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আরো পড়ুন:
আমরা রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি
‘পিআর পদ্ধতিতে সব ভোটের মূল্যায়ন হবে’
দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, জেলায় পুরুষ ভোটার ১৩ লাখ ২২ হাজার ৩১০ জন, নারী ভোটার ১৩ লাখ ২৪ হাজার ৬৫১ জন ও হিজরা ভোটার ২২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪১টি। ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েন থাকবে। আমরা আশাবাদী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে।’’
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার ৬টি আসনের মধ্যে দিনাজপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৭৪৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৩১ জন, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৯১০ জন ও হিজরা ভোটার ২ জন।
দিনাজপুর-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ২০৬ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ১২২ জন, নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৮৪ জন।
দিনাজপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮৮৭ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ১১৫ জন, হিজরা ভোটার ২ জন।
দিনাজপুর-৪ আসনে ভোটার ৪ লাখ ১৬ হাজার ৪১ জন, পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৩৮০ জন, নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৬৫৯ জন, হিজরা ভোটার ২ জন।
দিনাজপুর-৫ আসনে ভোটার ৪ লাখ ৭১ হাজার ২২০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩০ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ১৮৭ জন, হিজরা ভোটার ৩ জন।
দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৭৬৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৬০ জন, নারী ভোটার ২ লাখ ৮৪ হাজার ৬৯৬ জন এবং হিজরা ভোটার সংখ্যা ১৩ জন।
ঢাকা/মোসলেম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুর্দিনে সাংবাদিকদের ঐক্য গড়ে তুলতে হবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সাংবাদিকদের দুর্দিনে তাদের নিজেদেরকেই ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব।”
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্নমতকে দমনের যে মানসিকতা, সেটা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।”
গোলাম পরওয়ার বলেন, “স্বার্থ ত্যাগ করে জাতির কল্যাণে নতুন দেশ বিনির্মাণে জাতীয় ঐক্য নির্মাণ করতে হবে।”
ঢাকা/রায়হান/রফিক