একজন শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে : ডিসি
Published: 12th, October 2025 GMT
বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় তিনি বলেন, ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু কিশোররা এই টিকা পাবে। নারায়ণগঞ্জ জেলায় ৫ লক্ষ ১ হাজার ৭২১ জনকে ১৮ দিনের মধ্যে টিকা দেয়া হবে। একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
রোববার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জনের আয়োজনে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরও বলেন, কোনো শিশু যদি কোনো কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয় তাহলে সেই দায়িত্ব আমাদের উপর বর্তাবে।
আমরা আমাদের সন্তানদের দক্ষ ও সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই যারা আমাদের দেশের সম্পদে পরিণত হবে তারা যেন কোনোভাবেই রোগে আক্রান্ত না হয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
এসপি জসীমউদ্দিন’কে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির বিদায়ী শুভেচ্ছা, স্মারক প্রদান
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) এর বদলী জনিত বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (ঘঔট) এর পক্ষ থেকে সংগঠনের সদস্য সচিব এস.এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় বিদায়ী জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন নারায়ণগঞ্জ সাংবাদিকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে দেশের কল্যানে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
এবং নারায়ণগঞ্জ বাসীদের সহযোগিতাপূর্ন আচরণ তাঁর আগামীর পথচলায় স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁর অভিমত ব্যক্ত করেন।