বোলার নয়, বল দেখে খেলতে বললেন মুশতাক
Published: 13th, October 2025 GMT
মাঠের ক্রিকেটে মনস্তাত্ত্বিক লড়াইয়ে বাংলাদেশ পিছিয়ে পরছে বলে মনে করছেন দলের কোচ মুশতাক আহমেদ। নির্দিষ্ট কোন বোলারের বিপক্ষে ভালো করতেই হবে, এজন্য বাড়তি ঝুঁকি নিয়ে ব্যাটিং করছেন ব্যাটসম্যানরা। বলের মেরিট না বুঝেই এলোমেলো শট খেলছেন। তাতে ডেকে আনছেন নিজের বিপদ৷ বিপদে ফেলছেন দলকেও।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং একেবারেই যাচ্ছেতাই হয়েছে। দুই ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে হেরেছে বাংলাদেশ। যেখানে ১৭ রানে ৫ উইকেট নেন রশিদ খান। বাংলাদেশের মিডল অর্ডার ধ্বংসিয়ে দলকে সিরিজ জেতান রশিদ।
আরো পড়ুন:
বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর দিল বিসিবি
শারমিন-শর্নার ফিফটিতে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
লেগ স্পিনারকে বাড়তি মনোযোগ দিতে গিয়েই বাংলাদেশ হিতে বিপরীত করেছে বলে মনে করছেন মুশতাক, ‘‘আমার মনে হয় তারা রশিদকে খেলছে, বলকে নয়। সে বলের বড় স্পিনার নয়। কিন্তু সে খুবই অভিজ্ঞ। সে উইকেট শিকারি। তার লাইন এবং লেন্থ খুবই ধারাবাহিক। আমার মনে হয় আমাদের মাঝে মাঝে বল খেলতে হবে, বোলারকে নয়। আমাদের দ্রুত উন্নতি করতে হবে।’’
ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটসম্যানকে মানিয়ে নেওয়ার পরামর্শ দিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, ‘‘যদি তোমার মেজাজ ভালো থাকে, তাহলে তুমি আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো বোলারের বিরুদ্ধে খেলতে পারো। রশিদ আফগানিস্তানের হয়ে অনেক বছর ধরেই খুবই সফল, কিন্তু [একই সাথে] বাংলাদেশি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের জানা উচিত কিভাবে বল খেলতে হয়, বোলারদের নয়।’’
‘‘আমি মনে করি বাস্তবতা হলো আমাদের ব্যাটিং ঠিক করতে হবে। আমাদের খুব দ্রুত এই ধরণের স্পিনারদের খেলার জন্য খুব সক্রিয় হতে হবে। আমি মনে করি যদি আমরা মাঝের ওভারগুলিতে তা করতে পারি, যদি আমরা সেই কন্ডিশনে স্পিন ভালোভাবে খেলা শুরু করতে পারি, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ যেকোনো দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারে।’’
এ বছর মাঝের ওভারগুলিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স বেশ দুর্বল। তাদের গড় ২১.
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম শত ক আম দ র
এছাড়াও পড়ুন:
এমপিওভূক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত: ঢাবি সাদা দল
তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের অমানবিক আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
সোমবার (১৩ অক্টোবর) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।
আরো পড়ুন:
শিক্ষকদের সাদা-নীল দলে বিভাজন বন্ধ করতে হবে: সাদিক কায়েম
সারা দেশে সরকারি কলেজে অবস্থান কর্মসূচি ঘোষণা মঙ্গলবার
বিবৃতিতে সাদা দলের নেতৃবৃন্দ বলেন, ন্যায্য ও মৌলিক অধিকার আদায়ের দাবিতে সভা-সমাবেশ করা নাগরিক অধিকার। এমপিওভূক্ত শিক্ষকদের আন্দোলন তার ব্যতিক্রম বলে আমরা মনে করি না। কিন্তু রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোঁড়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য সর্বপোরি অপ্রত্যাশিত।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি পুরোটাই শিক্ষকদের মৌলিক অধিকার এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অপরিহার্য। তাদের কর্মসূচিতে পুলিশের হামলা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে দমন করার একটি অশুভ প্রচেষ্টা। এটি গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকারের লঙ্ঘন।
সংগঠনের নেতারা বলেন, সরকারকে দ্রুত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলায় জড়িত সকল পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেইসঙ্গে শিক্ষাক্ষেত্রে জাতীয়করণের প্রক্রিয়া শুরুর জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আমরা এই ঘটনাকে নিন্দা জানিয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আশা করি, সরকার শিক্ষকদের ন্যায্য দাবি ও অধিকারকে গুরুত্ব দিয়ে তাদের দাবি মেনে নেবে।
ঢাকা/সৌরভ/মেহেদী