বাকৃবিতে গরুর মাংস উৎপাদন নিয়ে কর্মশালা
Published: 13th, November 2025 GMT
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাংলাদেশে গরু পালন থেকে মাংস ভোক্তার টেবিল পর্যন্ত চতুর্থ শিল্পবিপ্লব (ফোর আই আর) প্রযুক্তির প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের কাজী ফজলুর রহিম ভবনের সম্মেলন কক্ষে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের অর্থায়নে এবং বাকৃবি পশু বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে এ কর্মশালার আয়োজন করা হয়।
আরো পড়ুন:
কৃষি বিবর্তনের গল্প বলে যে জাদুঘর
জাপানের এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ২০ শিক্ষার্থী
পশু বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন এবং বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. আবুল হাশেম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন, “বর্তমান বৈশ্বিক বাজার ব্যবস্থায় এ প্রকল্পটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। আমি আশা করি, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব সদস্য নির্ধারিত সূচক ও পরিকল্পনা অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন, যাতে প্রাণিসম্পদ খাতে স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।”
এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বাকৃবি পরিবারের সদস্যরা ভবিষ্যতে দুধ ও ডিমের মতোই নিরাপদ ও মানসম্মত গরুর মাংস নিয়মিতভাবে ক্রয় করতে পারবেন বলে জানান উপাচার্য।
ঢাকা/লিখন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গর প রকল প
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ শান্ত (২৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আজীবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শান্ত সিদ্ধিরগঞ্জ দক্ষিণ আজীবপুর রেললাইন এলাকার চাঁন বাদশার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাদক ব্যবসায়ী শান্ত উত্তর আজীবপুর রেললাইন মিঠা খানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শান্ত কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা জিপারে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত স্বীকার করেছে সে সিদ্ধিরগঞ্জ এবং আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত শান্তর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সময় তিনি দৃঢ়তার সাথে বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।