পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
Published: 13th, November 2025 GMT
অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি গ্রামে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি শহর দেইর ইস্তিয়ায় মসজিদের একটি দেয়াল, কমপক্ষে তিনটি কুরআনের কপি এবং কিছু কার্পেট পুড়িয়ে দেওয়া হয়েছে।
মসজিদের একপাশে বসতি স্থাপনকারীরা ‘আমরা ভয় পাই না’, ‘আমরা আবার প্রতিশোধ নেব’ এবং ‘নিন্দা চালিয়ে যাও’ এর মতো গ্রাফিতি করা বার্তা রেখেছিলেন।
এটি ছিল ধারাবাহিক আক্রমণের মধ্যে সর্বশেষ যা শীর্ষ কর্মকর্তা, সামরিক নেতা এবং ট্রাম্প প্রশাসনের উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহিংসতার বৃদ্ধির বিষয়ে কোনও মন্তব্য করেননি।
ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “পশ্চিম তীরের ঘটনাগুলো ছড়িয়ে পড়ার এবং গাজায় আমরা যা করছি তা দুর্বল করার বিষয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।”
দুই বছর আগে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তরুণ অবৈধ বসতি স্থাপনকারীরা শত শত আক্রমণ করেছে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর। সম্প্রতি ফিলিস্তিনিদের জলপাই বাগান থেকে ফসল তোলার সময় আক্রমণ তীব্রতর হয়েছে। ২০০৬ সালে জাতিসংঘের মানবিক কার্যালয়ের নজরদারি শুরু হওয়ার পর থেকে অক্টোবর মাসে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সর্বোচ্চ সংখ্যক আক্রমণ রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার কয়েক ডজন মুখোশধারী অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী অধিকৃত পশ্চিম তীরের বেইত লিড এবং দেইর শারাফ ফিলিস্তিনি গ্রামে আক্রমণ করে, যানবাহন এবং অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স থ পনক র র ইসর য মসজ দ
এছাড়াও পড়ুন:
চলতি নভেম্বর মাসেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম জানিয়েছেন চলতি নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে।
তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯ টি ধাপ অতিক্রম করে আইনটি পাশ হতে যাচ্ছে। এ আইন পাশ হলে সাংবাদিকরা কিছুটা হলেও শারিরীক ও পেশাগতভাবে সুরক্ষা পাবেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জানান, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরও বেশ কয়েকটি প্রস্তাবিত আইন বাস্তবায়নের পথে রয়েছে। সে আইনগুলো অচিরেই পাশ হবে বলে তিনি আশা করছেন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার ৪৫ জন গণমাধ্যম কর্মীর অংশ গ্রহন করেন।
কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করলে বিস্তারিত ব্যাখ্যা সহ এর জবাবও দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তারসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত জেলার গণমাধ্যম কর্মীরা।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা কেউ কাউকে দোষারোপ না করে আমরা আমাদের নিজ দ্বায়িত্ব গুলো সততার সাথে পালন করলেই সমাজের সকল অনিয়ম ও দূর্ণীতি দূর হবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবো আমাদের দেশ ।