নির্মিত হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। গত ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন ছিল। সেদিনই এই ঘোষণা দেওয়া হয়। এটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার চৌধুরী। মোদির চরিত্রে অভিনয় করবেন উন্নি মুকুন্দন। এবার জানা গেল, ‘মা বন্দে’ শিরোনামের সিনেমাটিতে নরেন্দ্র মোদির মায়ের চরিত্র রূপায়ন করবেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।  

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, “হিরাবেন মোদির চরিত্রটি রাভিনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা এবং স্তরবিন্যাস রাভিনার সঙ্গে মিশে গেছে। হিরাবেনের জীবনের গল্প যেমন: শৈশবে মাকে হারানো, শান্ত ও দৃঢ়তার সঙ্গে পরিবারটিকে কীভাবে একত্রে রেখেছিলেন—এই বিষয়গুলো অভিনেত্রীকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।” 

আরো পড়ুন:

অসুস্থ ধর্মেন্দ্রকে নিয়ে হেমা মালিনী বললেন, সব উপরওয়ালার হাতে

বিয়ের নির্ধারিত মেয়াদ থাকা উচিত: কাজল

খানিকটা ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “মা-ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘মা বন্দে’ সিনেমা। এতে দেখা যাবে, ত্যাগ, সহনশীলতা এবং অবদান রাখার মাধ্যমে ছেলের জীবনে উন্নতির পথ তৈরি করেছিলেন। এই দিকটি রাভিনা ট্যান্ডনকে অনুপ্রাণিত করেছে এবং গল্পের অংশ হতে চেয়েছেন।”  

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা রাভিনা ট্যান্ডন।  

শুটিং শুরু হওয়ার আগে রাভিনা তার চরিত্রের জন্য রূপান্তরের মধ্য দিয়ে যাবেন। জানা গেছে, বড় আয়োজনে তৈরি হচ্ছে সিনেমাটি; যেখানে আধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে গল্পটিকে জীবন্ত করে তোলা হবে। সিলভার কাস্ট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন বীর রেড্ডি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র চর ত র

এছাড়াও পড়ুন:

প্রেম-ট্রেমে নেই, সরাসরি বিয়েটাই করব: পারসা ইভানা

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী পারসা ইভানা। শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হয়েও নাম লেখান অভিনয়ে। ২০১৫ সাল থেকে টুকটাক অভিনয় শুরু করেন; ২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হয়ে যান। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ইভা চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান পারসা ইভানা। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পারসা ইভানার জন্মদিন।  বিশেষ দিনটি ঢাকায় পরিবারের সঙ্গে কাটছে। একই দিনে তার ভাইয়েরও জন্মদিন। মূলত, টুইন ভাই-বোন তারা। ইভানার বাবা-মা বিদেশে বসবাস করেন; ভাই ও খালা মণির সঙ্গে বাংলাদেশে বসবাস করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

তটিনী আমার ভালো বন্ধু: ইয়াশ

সাহেবের সঙ্গে বাগদান সারলেন সুস্মিতা?

বিশেষ দিনটি বাড়িতে কাটানোর পরিকল্পনা করেছেন পারসা ইভানা। তার ভাষায়—“দেশে আমি, আমার ভাই আর খালামনি থাকি। জন্মদিন উপলক্ষে আমার ফ্রেন্ড বাসায় আসছে। আমার ভাইয়ের আর আমার একসঙ্গে জন্মদিন, তাই সবাই মিলে আসছে আরকি।” 

কোনো পার্টির আয়োজন করেছেন কি না? এ প্রশ্নের জবাবে ইভানা বলেন, “আমি কখনো বার্থডে পার্টি করি না। আর আজ তো দেশের অবস্থা এমনিতেও ভালো না। ভাবছিলাম, ডিনার করতে যাব। বাট ওটাও আসলে হবে না মনে হয়। আর সবসময় বার্থডে উপলক্ষে ড্রেস বানাই, এবার আমার টেইলার ড্রেসটা নষ্ট করে দিয়েছে। বার্থডে উপলক্ষে যে ড্রেসটা বানাইছে, ওটা আর পরতে পারব না।”  

ব্যক্তিগত জীবন প্রেমের সম্পর্কে ছিলেন পারসা ইভানা। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর তা ভেঙে গেছে। প্রেম-বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, “আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ