Prothomalo:
2025-11-13@14:18:05 GMT

৫০০-তে বাংলাদেশের তৃতীয় তাইজুল

Published: 13th, November 2025 GMT

হ্যারি টেক্টরের প্যাডে বলটি আঘাত করতেই উদ্‌যাপন শুরু করে দিলেন তাইজুল ইসলাম। আম্পায়ারের আঙুল তোলার অপেক্ষা আর করেননি বাংলাদেশের বাঁহাতি স্পিনার। প্লাম্ব এলবিডব্লু, তবু কী মনে করে যেন রিভিউ নিলেন টেক্টর। টিভি আম্পায়ারকেও আউট বজায় রাখতে বেশি ভাবতে হয়নি। আর তাতেই বড় এক মাইলফলক ছুঁয়ে ফেললেন তাইজুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি যে তাঁর ৫০০তম উইকেট!

বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার হিসেবেই এই মাইলফলক স্পর্শ করলেন তাইজুল। প্রথম দুজনও তাঁর মতো বাঁহাতি স্পিনার—আবদুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়র। রাজ্জাক ক্যারিয়ার শেষ করেছেন ৬৩৪ উইকেট নিয়ে। এনামুলের উইকেট ৫১৩টি।

বাংলাদেশের জার্সিতে তাইজুল ইসলাম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ইজ ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের ৫০টি স্মরণীয় ক্রিকেট ম্যাচের টিকিট নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ

টেস্ট ক্রিকেটে রজতজয়ন্তী উদ্‌যাপন করছে বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলার ২৫ বছর পূর্তি আজ। এমন দিনে বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম প্রকাশ করেছে বিশেষ স্মারকগ্রন্থ ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’।

ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা ৫০টি ঐতিহাসিক ম্যাচের টিকিট নিয়ে সাজানো এই গ্রন্থে ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার আড়াই দশকের আবেগ, স্মৃতি ও গৌরব। এ ছাড়া দেশের ক্রিকেট ইতিহাসের নানা মাইলফলক ও স্মরণীয় ম্যাচের নস্টালজিক ভ্রমণ তুলে ধরা হয়েছে বইটিতে।

বইটি নিয়ে শুভেচ্ছা বার্তায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমি ‘‘মেমোরেবল ম্যাচ টিকিটস’’ প্রকাশের এই অসাধারণ উদ্যোগের জন্য জুনায়েদ পাইকার এবং বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের টেস্ট ক্রিকেটের উত্তরাধিকারকে এই বিরল টিকিট স্মারকগুলোর মাধ্যমে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি টিকিটই একটি গল্প—মুহূর্ত, মাইলফলক ও আবেগের গল্প, যা আমাদের ক্রিকেট পরিচয়কে গড়ে তুলেছে।’

বইয়ের ভেতরের ছবি

সম্পর্কিত নিবন্ধ

  • নাজমুলের সেঞ্চুরির দিনে জয় দেখছে বাংলাদেশ
  • বাংলাদেশের ৫০টি স্মরণীয় ক্রিকেট ম্যাচের টিকিট নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ