আইভীর ৫ মামলার গ্রেপ্তার শুনানি পেছালো
Published: 13th, November 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার শুনানি পিছিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ মামলাগুলোর শুনানি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “লকডাউন” কর্মসূচির কারণে তা পেছানো হয়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। ফলে শুনানির জন্য প্রসিকিউশন দাঁড়াতে পারেনি।
পরে সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তারিখ পিছিয়ে ১৮ নভেম্বর শুনানির তারিখ ধার্য্য করে আদেশ দেন। ওইদিন আসামিকে ভার্চুয়ালি যুক্ত করা হতে পারে।
এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। পরে পরে আরও চারটি মামলায় তাকে “শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ।
তার আগে, গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো.
ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে। একই সাথে পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে।
আদালত পাঁচটি মামলাতেই “শ্যোন অ্যারেস্ট”- এর আবেদনের প্রেক্ষিতে ১৩ নভেম্বর শুনানির তারিখ ধার্য্য করে। যা পেছানো হয়েছে।
এদিকে, পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়ে হাইকোর্টের আদেশ গত ১২ নভেম্বর স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে বিভিন্ন হাসপাতালে সপ্তাহে একদিন ‘ক্লিনিং ডে’ পালন করা হবে
গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা হাসপাতালেও সপ্তাহে একদিন করে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। পরবর্তীতে জেলার সব সরকারি হাসপাতালে নিয়মিতভাবে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
গত ১১ নভেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে কাজ করছি। অসুস্থতার মুহূর্তে সরকারি হাসপাতালই আমাদের ভরসা। এই স্থানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সেবামুখী রাখা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “হাসপাতালের নোংরা পরিবেশ পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের মধ্যেই পরিবর্তন আনতে হবে। দোষারোপ নয়, সবাই মিলে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
তিনি জানান, “শুধু হাসপাতাল নয়, জেলার সব সরকারি অফিসেও ধাপে ধাপে ‘ক্লিনিং ডে’ কার্যক্রম চালু করা হবে। মানুষের আস্থা পুনরুদ্ধারে এটি একটি যুগান্তকারী উদ্যোগ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।