নারায়ণগঞ্জের সাংবাদিকদের সাথে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জোটের প্রার্থী হয়ে মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসেন কাসেমী এক মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ শহরের ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা করেন। 

এ সময় সাংবাদিকদের প্রশ্ন ফতুল্লার এমপি হলে আপনি কি কাজ করবেন এর উত্তরে মনির কাসেমী বলেন, ফতুল্লার উন্নয়নের জন্য বরাদ্দকৃত দেড়শ কোটি টাকা এখনো জমা আছে যা কোন উন্নয়ন কাজে খরচ হয়নি যদি শুধু সরকারি বরাদ্দকৃত টাকাগুলি সঠিকভাবে উন্নয়নের কাজে লাগে তাহলেই ফতুলার উন্নয়নের জন্য যথেষ্ট। 

ডিবি হারুনের হাসপাতালে গিয়ে মনির কাসেমীকে ফুল দেওয়ার ঘটনার বিষয়ে জানতে চাইলে মনির কাসেমী বলেন, আমার প্রচন্ড কাশি ছিল এমনকি মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।

তাই অসুস্থ হয়ে গেলে হাসপাতালে ভর্তি হই ২৪ ঘন্টার জন্য, কিন্তু হঠাৎ করে সেখানে ডিবি হারুন ফুল নিয়ে উপস্থিত হয়ে ছবি তুলে, তার হয়তো ভিন্ন কোন ফন্দি ছিল, সে সব জায়গায় প্রচার করে যে আমি নির্বাচন থেকে সরে গিয়েছি এটা একটি মিথ্যা প্রোপাগান্ডা ছিল। 

মনির কাসেমী গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের সাথে আছি বর্তমানে যেভাবে আছে ভবিষ্যতে যদি হে আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হই তখন আমাকে একই রকম পাবেন। 

তিনি আরো বলেন, আমি একমাত্র যেকোনো জোট থেকেই নির্বাচন করবো, সরাসরি শুধুমাত্র জমিয়তে ওলামায়ে ইসলাম থেকে নির্বাচন করব না। 

এ সময় নারায়ণগঞ্জ শহরের জাতীয় এবং স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য ণগঞ জ মন র ক স ম

এছাড়াও পড়ুন:

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারো স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে।

দাম বাড়ানোর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। সোমবার (১৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৯ হাজার ১০১ টাকা বেচাকেনা হয়েছে। নতুন দাম ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

আরো পড়ুন:

কিশোরগঞ্জে বাণিজ্যিকভাবে বেড়েছে গাছ আলুর আবাদ

ঠাকুরগাঁওয়ে সবজির দাম চড়া, মরিচে স্বস্তি

সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) ও রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

এবার স্বর্ণের দামের সঙ্গে রূপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮০৩ টাকা।

ঢাকা/নাজমুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ