সাংবাদিকদের সাথে মুফতি মনির কাসেমীর মতবিনিময়
Published: 13th, October 2025 GMT
নারায়ণগঞ্জের সাংবাদিকদের সাথে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জোটের প্রার্থী হয়ে মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসেন কাসেমী এক মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ শহরের ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্ন ফতুল্লার এমপি হলে আপনি কি কাজ করবেন এর উত্তরে মনির কাসেমী বলেন, ফতুল্লার উন্নয়নের জন্য বরাদ্দকৃত দেড়শ কোটি টাকা এখনো জমা আছে যা কোন উন্নয়ন কাজে খরচ হয়নি যদি শুধু সরকারি বরাদ্দকৃত টাকাগুলি সঠিকভাবে উন্নয়নের কাজে লাগে তাহলেই ফতুলার উন্নয়নের জন্য যথেষ্ট।
ডিবি হারুনের হাসপাতালে গিয়ে মনির কাসেমীকে ফুল দেওয়ার ঘটনার বিষয়ে জানতে চাইলে মনির কাসেমী বলেন, আমার প্রচন্ড কাশি ছিল এমনকি মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
তাই অসুস্থ হয়ে গেলে হাসপাতালে ভর্তি হই ২৪ ঘন্টার জন্য, কিন্তু হঠাৎ করে সেখানে ডিবি হারুন ফুল নিয়ে উপস্থিত হয়ে ছবি তুলে, তার হয়তো ভিন্ন কোন ফন্দি ছিল, সে সব জায়গায় প্রচার করে যে আমি নির্বাচন থেকে সরে গিয়েছি এটা একটি মিথ্যা প্রোপাগান্ডা ছিল।
মনির কাসেমী গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের সাথে আছি বর্তমানে যেভাবে আছে ভবিষ্যতে যদি হে আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হই তখন আমাকে একই রকম পাবেন।
তিনি আরো বলেন, আমি একমাত্র যেকোনো জোট থেকেই নির্বাচন করবো, সরাসরি শুধুমাত্র জমিয়তে ওলামায়ে ইসলাম থেকে নির্বাচন করব না।
এ সময় নারায়ণগঞ্জ শহরের জাতীয় এবং স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য ণগঞ জ মন র ক স ম
এছাড়াও পড়ুন:
দুর্দিনে সাংবাদিকদের ঐক্য গড়ে তুলতে হবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সাংবাদিকদের দুর্দিনে তাদের নিজেদেরকেই ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব।”
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্নমতকে দমনের যে মানসিকতা, সেটা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।”
গোলাম পরওয়ার বলেন, “স্বার্থ ত্যাগ করে জাতির কল্যাণে নতুন দেশ বিনির্মাণে জাতীয় ঐক্য নির্মাণ করতে হবে।”
ঢাকা/রায়হান/রফিক