নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, আমার সন্তানদেরকে আমি এমন ভাবেই মানুষ করেছি তাদের মধ্যে থেকে কেউ আজমিরী ওসমান বা অয়ন  ওসমান হবে না। 

সোমবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়ায় প্রাইম গ্রুপের অফিসে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকার ইমাম মোয়াজ্জিনদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, আমার ছেলে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার, তার অয়ন ওসমান হবার কোন সম্ভাবনা নেই, আমার দুই মেয়ে বিদেশে পড়াশোনা করেছে উচ্চশিক্ষা অর্জন করেছে। আমার ভাইয়ের ছেলে মেয়েরাও বিদেশের পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করেছে। তাই আমার পরিবার থেকে ওসমান পরিবারের মত কোন সন্ত্রাসী সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। 

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৫ আসনের বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম মোয়াজ্জিন উপস্থিত ছিলেন। এ সময় ইমামরা বলেন, বিগত সময়ে আমাদের কর্মকে ছোট করে দেখা হতো।

শুধুমাত্র বিশেষ কিছু কাজে, জানাযা বা দোয়া করানো ছাড়া আমাদের কোথাও মূল্যায়ন করা হয়নি। তাই আমরা আবু জাফর আহমেদ বাবুলের কাছে আবেদন করি,  যদি তিনি দল থেকে ভালো কোন অবস্থানে যান বা এমপি হতে পারেন তাহলে আমাদের যেন মূল্যায়ন করা হয়। 

এসময়  মিলাদ ও দোয়া পড়ানো হয়। দোয়ায় জিয়াউর রহমান, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের মঙ্গল কামনা করা হয়। দোয়া ও মিলাদ শেষে ইমাম-মুয়াজ্জিনদের সাথে আবু জাফর আহমেদ বাবুল খাওয়া দাওয়া করেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ওসম ন অয়ন ওসম ন ন র য ণগঞ জ ওসম ন

এছাড়াও পড়ুন:

দুর্দিনে সাংবাদিকদের ঐক্য গড়ে তুলতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সাংবাদিকদের দুর্দিনে তাদের নিজেদেরকেই ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব।”

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্নমতকে দমনের যে মানসিকতা, সেটা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।”

গোলাম পরওয়ার বলেন, “স্বার্থ ত্যাগ করে জাতির কল্যাণে নতুন দেশ বিনির্মাণে জাতীয় ঐক্য নির্মাণ করতে হবে।”

ঢাকা/রায়হান/রফিক

সম্পর্কিত নিবন্ধ