ব্যঙ্গশিল্প কেন স্বৈরশাসকদের চোখের বিষ
Published: 14th, October 2025 GMT
সব রাজনীতিকই যে নিজেদের নিয়ে আঁকা ব্যঙ্গচিত্রকে ঘৃণা করেন, তা নয়। কেউ কেউ বরং সেগুলো পছন্দ করেন, হাসিমুখে অফিসের দেয়ালে টাঙিয়ে রাখেন। এর মধ্য দিয়ে তাঁরা নিজেদের মানবিক দুর্বলতাকে স্বীকার করার সাহস দেখান।
কিন্তু যাঁরা তা পারেন না, তাঁরাই আসলে স্বৈরশাসক। কারণ, স্বৈরশাসনের ভিত্তি হলো ব্যক্তিপূজা। এটি এমন এক মিথ, যা বলে—শাসক সর্বজ্ঞ, অজেয়, ভুলহীন। কিন্তু সেই মিথের একটিমাত্র ছিদ্র বা ফোকর; সেই মিথ নিয়ে একটিমাত্র বিদ্রূপই অনেক সময় স্বৈরশাসকের ক্ষমতার আসন কাঁপিয়ে দিতে যথেষ্ট হয়ে ওঠে।
ডোনাল্ড ট্রাম্প গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও তাঁর মনের ভেতর আছে এক স্বৈরাচারের স্থায়ী ছায়া। ট্রাম্প ঠাট্টা সহ্য করতে পারেন না। বলা হয়, ২০১১ সালের এক রাতে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে প্রেসিডেন্ট বারাক ওবামা সবার সামনে তাঁকে নিয়ে রসিকতা করেছিলেন। সেদিন ট্রাম্পের ভেতরে যে অভিমান জমেছিল, তা থেকেই নাকি তাঁর প্রেসিডেন্ট হওয়ার প্রতিজ্ঞা জন্ম নিয়েছিল।
ট্রাম্প তখন কিছুই করতে পারেননি। কিন্তু আজ ক্ষমতার আসনে বসে তিনি তাঁদের স্তব্ধ করার চেষ্টা করতে পারেন, যাঁরা তাঁকে নিয়ে হাসেন, যাঁরা তাঁকে নিয়ে মশকরা করেন।
গত মাসেই ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্কের জনপ্রিয় রাতের অনুষ্ঠান থেকে উপস্থাপক জিমি কিমেলকে সরিয়ে দেওয়া হয়। শোনা যায়, ট্রাম্পের কড়া সমালোচক কিমেল এক অনুষ্ঠানে ট্রাম্পকে ব্যঙ্গ করার পর ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান এবিসিকে চাপ দেন। ফলে কিমেলকে বাদ দেওয়া হয়। ট্রাম্প তখন আনন্দে বলে ওঠেন, ‘এটা যুক্তরাষ্ট্রের জন্য দারুণ খবর।’
মার্কিন টিভি উপস্থাপক জিমি কিমেল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুর্দিনে সাংবাদিকদের ঐক্য গড়ে তুলতে হবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সাংবাদিকদের দুর্দিনে তাদের নিজেদেরকেই ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব।”
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্নমতকে দমনের যে মানসিকতা, সেটা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।”
গোলাম পরওয়ার বলেন, “স্বার্থ ত্যাগ করে জাতির কল্যাণে নতুন দেশ বিনির্মাণে জাতীয় ঐক্য নির্মাণ করতে হবে।”
ঢাকা/রায়হান/রফিক