‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট সৃষ্টি হয় আশপাশের সড়কেও। 

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আইন সংশোধনে তারা রাজপথে নেমেছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ কার্যকর করার আগে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা করতে হবে। ঢাকা কলেজের জমি ও ভবন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে না দেওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতে হবে। ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শাখা কখনোই বাতিল বা অন্যত্র স্থানান্তর করা যাবে না।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তিনি বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে সায়েন্সল্যাবের মতো গুরুত্বপূর্ণ সড়ক থেকে অবরোধ তুলে নিতে। পরে শিক্ষার্থীরা তার আহ্বানে অবরোধ তুলে নেন এবং সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।  

এর আগে গতকাল সোমবার ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঢাকা/রায়হান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন ট র ল ইউন কল জ র অবর ধ

এছাড়াও পড়ুন:

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, পদ ৬৭

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬৭টি গাড়িচালক পদে নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেড-১৫ (ভারী গাড়িচালক) এবং গ্রেড-১৬ (হালকা গাড়িচালক) উভয় পদের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামীকাল ১৪/১০/২০২৫ তারিখ থেকে।

পদের নাম, সংখ্যা ও বিবরণ—

গাড়িচালক: ৬৭টি

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য

ক. কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

খ. ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

গ. গ্রেড-১৬ এর ক্ষেত্রে হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড-১৫ এর ক্ষেত্রে ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

ঘ. অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুনঅ্যামাজনে ছয় ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, শেষে দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সুযোগ৩ ঘণ্টা আগে

আবেদনের বয়সসীমা—

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৩/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে গাড়িচালক (১৫ ও ১৬তম গ্রেড)-এর নিয়োগ লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি—

অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/- (একশত) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা—

অনলাইনে আবেদনপ্রক্রিয়া ১৪/১০/২০২৫ তারিখ হতে শুরু হয়ে ০৩/১১/২০২৫ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। আবেদনের শেষ তারিখ ০৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।

আরও পড়ুনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ১১ অক্টোবর ২০২৫

পরীক্ষার তথ্য—

পরীক্ষার তারিখ, সময় ও স্থান যথাসময়ে প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিশেষ দ্রষ্টব্য—২০১৮ সালের ৩ জানুয়ারি তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিকে বর্ণিত ‘গাড়ীচালক’ পদে যাঁরা ইতিপূর্বে আবেদন করেছেন, তাঁদের আবেদন বহাল থাকবে এবং পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনধান গবেষণা ইনস্টিটিউটে ১০ম–সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৪৯০৭ অক্টোবর ২০২৫আরও পড়ুনদৈনিক ১২ ঘণ্টা, সপ্তাহে ছয় দিন কাজের দিকেই কি যাচ্ছে যুক্তরাজ্য৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নেবে ৪০ জন, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১৪ অক্টোবর ২০২৫)
  • বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২৮ নভেম্বর, আবেদন ২৯ অক্টোবর থেকে
  • ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ অক্টোবর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২৮ নভেম্বর, আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে
  • রংপুর অঞ্চলে কেন বারবার অ্যানথ্রাক্সের হানা
  • এবার পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প
  • আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, পদ ৬৭