টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন
Published: 14th, October 2025 GMT
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ টস হেরে বোলিং করবে।
আগের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। অন্যদিকে আফগানিস্তান তাদের একাদশে এনেছে দুটি পরিবর্তন।
আরো পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ
শেষ ওভারে গিয়ে হারল বাংলাদেশ
টসের পর হাশমতউল্লাহ শাহিদি বলেছেন, ‘‘আমরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। এটি সেই একই উইকেট, যেখানে আগের ওয়ানডেটি খেলেছিলাম। আজ পিচটা আরও ধীর হবে এবং স্পিনাররা অনেক বেশি টার্ন পাবে বলে আশা করছি। তাই আমরা চাইব বড় সংগ্রহ গড়ে তুলে সেটি রক্ষা করতে। আমাদের পেস বোলিং বিভাগে এখনো অনেক পথ বাকি। কিছু তরুণ প্রতিভাবান বোলার আছে, তাদের আরও গড়ে তুলতে হবে যাতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত থাকে। সামনে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ, সেখানে ভালো পেস আক্রমণ থাকা খুব জরুরি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি। ইকরাম আলিখিল ও বিলাল সামি ফিরেছে একাদশে।’’
মেহেদি হাসান মিরাজ বলেছেন, ‘‘আগের ম্যাচে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি, সবাই হতাশ ছিলাম। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। এ ব্যাপারে সবাই একমত। আর আমি আশা করি আজ আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবো। এই উইকেটে ২০০ রানের মতো লক্ষ্যও তাড়া করা সম্ভব। রাতে বল একটু স্কিড করছে, তাই শুরুতেই ভালো পার্টনারশিপ গড়া জরুরি। আজ আমাদের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে।’’
বাংলাদেশের একাদশ:
সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আফগানিস্তানের একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, এ.
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন উইক ট
এছাড়াও পড়ুন:
রামগঞ্জে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) ও একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হৃদয় ও নাজমুল মোটরসাইকেলে কাটাখালি থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান হৃদয়। নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যান।
রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘‘দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় হাসপাতাল আনা হয়। আহতদের ঢাকায় পাঠানোর পথে মারা গেছেন।’’
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘‘ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/লিটন/রাজীব