রাকসু: শীর্ষ তিন পদের প্রার্থীরা যেখানে ভোট দেবেন
Published: 15th, October 2025 GMT
দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।
ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
আরো পড়ুন:
‘রাকসুর জন্য স্থায়ী মার্কার আমদানি, থাকবে থ্রিডি নিরাপত্তা’
রাকসু নির্বাচনে থাকছে না অতিরিক্ত ব্যালট পেপার
জানা গেছে, নয়টি একাডেমিক ভবনের মোট ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নেওয়া প্রধান প্যানেলগুলোর ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা নিজ নিজ হলে বা নির্ধারিত কেন্দ্রে ভোট দেবেন।
ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দেবেন আমির আলি হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম)। জিএস প্রার্থী ফজলে রাব্বি মো.
ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে)। জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ভোট দেবেন হবিবুর রহমান হল কেন্দ্রে (দ্বিতীয় বিজ্ঞান ভবনের ১৩৩ নম্বর কক্ষ) এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ভোট দেবেন রহমতুন্নেসা হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্বের ১২৩ নম্বর কক্ষ)।
ছাত্র অধিকার পরিষদ মনোনীত রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে)। জিএস প্রার্থী আফরিন জাহান ভোট দেবেন মন্নুজান হল কেন্দ্রে (ডিনস কমপ্লেক্স) এবং এজিএস প্রার্থী আল শাহরিয়ার শুভ ভোট দেবেন বিজয়-২৪ হল কেন্দ্রে (চতুর্থ বিজ্ঞান ভবনের সিএসএল গ্যালারি)।
ছাত্র ইউনিয়নের একাংশের অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী গোলাম কিবরিয়া মাসুদ ভোট দেবেন সত্যেন্দ্রনাথ বসু ভবনের ২০৮ নম্বর কক্ষে। জিএস প্রার্থী পরমা পারমিতা ভোট দেবেন ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৮ নম্বর কক্ষে এবং এজিএস প্রার্থী মতিউর রহমান ভোট দেবেন তৃতীয় বিজ্ঞান ভবনে।
এছাড়াও সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান ভোট দেবেন রোকেয়া হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের পূর্ব মধ্য গেইট)। জিএস প্রার্থী রাজন আল আহমেদ ভোট দেবেন সৈয়দ আমীর আলী হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম) এবং এজিএস প্রার্থী মাহাদী হাসান মাহির ভোট দেবেন শহীদুল্লাহ একাডেমিক ভবনে।
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত য় ব জ ঞ ন ভবন ব জ ঞ ন ভবন র জ এস প র র থ হল ক ন দ র র রহম ন
এছাড়াও পড়ুন:
জকসুর নীতিমালা পাসের সময় নিয়ে এখনো দ্বিধায় জবি প্রশাসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনো চূড়ান্ত নীতিমালা পাস হয়নি। কবে নাগাদ নীতিমালা অনুমোদিত হবে—এ নিয়েও কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে সভা শেষে কোনো নির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি।
আরো পড়ুন:
জবিতে প্রথমবার স্নাতকোত্তর থিসিসে ৫০ লাখ টাকা সহায়তা
রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় জকসু নীতিমালা
জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) সকালে জকসু নির্বাচন ২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইন–শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এতে জকসুর নির্বাচন সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন, নারী নিরাপত্তা, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা ও অপপ্রচার রোধে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাত কার্যদিবসের কথা বললেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ রকম কোন স্পষ্ট বার্তা দেননি।
প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “আমরা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং সম্পন্ন করেছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশা করছি এক সপ্তাহের মধ্যেই নীতিমালা পাস হবে। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, শিগগিরই হাতে পাব।”
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে। ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতায় নিয়ম মেনে জকসু নির্বাচন হবে।”
জকসু নীতিমালা কবে পাস হবে—জানতে চাইলে তিনি বলেন, “এটা তো আমি বলতে পারব না। এই সংবিধি নিয়ে তো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে আমরা কিভাবে এটা কনডাক্ট করব। তবে একটু আলোচনায় এসেছে, যতদ্রুত সম্ভব এটা হয়ে আসবে।”
ঢাকা/লিমন/মেহেদী