ফতুল্লায় পরিত্যাক্ত দোকান থেকে যুবকের লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
Published: 17th, October 2025 GMT
ফতুল্লার পাগলা মুন্সিখোলার একটি পরিত্যাক্ত দোকান থেকে বশির (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি বশির কে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নিহত বশির ফতুল্লা মডেল থানার পাগলা জেলেপাড়া এলাকার বাসীন্দা।
শুক্রবার বেলা ১২ টার দিকে ফতুল্লা মডেল থানার পাগলা মুন্সিখোলাস্থ একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে নিহত বশিরের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মেয়ে জানায়, সকাল ১০ টার দিকে তার বাবা বাসা থেকে বের হয়। বের হওয়ার সময় তাকে জিজ্ঞেস করেছিলো কিছু খাবে কিনা। কিন্ত মেয়েটি বলে কিছু খাবেনা। কিছুক্ষণ পর লোকমুখে জানতে পারে তার বাবার লাশ দোকানের ভিতর পড়ে আছে।
ঘটনাস্থলে এসে দেখতে পায় তার বাবার মৃত দেহ দোকানের ভিতর পরে আছে। তার দাবী পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। পাশের দোকানের লোকজনই তাকে হত্যা করেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সকাল ১০ থেকে সাড়ে দশটার দিকে নিহত বশির পরিত্যক্ত ঐ দোকান থেকে রড নিয়ে বের হয়। পরবর্তীতে আবার ঐ দোকান ঘরে প্রবেশ করে। তারপর আর বের হয়নি। তাদের দাবী তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, নিহত বশীর একজন মাদকাসক্ত ছিলো।
এ বিষয়ে নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) মোঃ হাসিনুজ্জামান জানান, সংবাদ পেয়ে তিনি সহ ফতুল্লা থানা পুলিশের একাধিক টিম বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে পৌছান। সেখানে গিয়ে ঘটনাস্থলের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে দেখতে পান সকাল ১০টার দিকে নিহত বশির পরিত্যক্ত ঐ দোকান থেকে একটি লোহার রড নিয়ে বের হয়।
পরবর্তীতে আবার এক ঘন্টা পর বশির দৌড়ে ঐ পরিত্যাক্ত দোকান ঘরে প্রবেশ করে। বেলা ১২টার দিকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌছান। নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘতের চিন্থ নেই।
তবে নিহতের নাক দিয়ে রক্ত বের হয়েছিলো।নিহতের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। নিহত বশির মাদকাসক্ত ছিলো বলে তিনি তার(নিহতের) পরিবারের নিকট থেকে জানতে পেরেছেন।
আরো পড়ুন
মাদক সম্রাট ব্লাক জনীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা
মাসদাইরে আনোয়ার প্রধানের উদ্যোগে লিফলেট বিতরণ
না’গঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে মশক নিধন ঔষধ বিতরণ
না’গঞ্জ সদরে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা
ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে ছাত্র ফেডারেশনের সচেতনতামূলক কর্মসূচি
৩১ দফা বাস্তবায়নে বন্দর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ
স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করতে দেয়া হবে না : ডক্টর ইকবাল
আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: পর ত য ক ত দ ক ন র ল শ উদ ধ র স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ব র হয় ন হত র উপজ ল
এছাড়াও পড়ুন:
জামতলায় গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ধরে ছিনতাই
ফতুল্লার জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে ব্যাটারিচালিত মিশুক থামিয়ে গলায় চাকু ধরে এক পরিবারকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। ভোররাতে সংঘটিত এই ঘটনায় লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে। ভুক্তভোগী পরিবার বর্তমানে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ভুক্তভোগী মোঃ আতিকুর রহমান (৩৭), পিতা: মৃত হাতেম আলী, গ্রাম: ইসলামপুর, জেলা জামালপুর তিনি পেশায় কুয়েত প্রবাসী। ’
তিনি জানান, গত ২৫ তারিখে দেশের বাড়িতে বেড়াতে আসেন। ১৫ অক্টোবর ভোরে জামালপুর থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ চাষাড়া এলাকায় নামার পর মিশুকযোগে বাসায় ফিরছিলেন তিনি ও পরিবারের সদস্যরা। তার সঙ্গে ছিলেন বড় ভাই খাজা মিয়া (৪৫), ছোট ভাই মোক্তার হোসেন (২২) ও ছোট ভাইয়ের শ্যালক বিশাল (১৫)।
হীরা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলযোগে তিনজন দুষ্কৃতিকারী মিশুকের সামনে এসে দাঁড়ায়। তাদের হাতে ধারালো সুইচ গিয়ার ও চাকু ছিল। তারা মিশুক থামিয়ে আতিকুর রহমানের ছোট ভাইয়ের স্ত্রী ও তার বোনের গলায় চাকু ধরে এবং কিশোর বিশালকে জিম্মি করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে, ১ জোড়া স্বর্ণের কানের দুল (মূল্য আনুমানিক ৬২,৫০০ টাকা), ৪টি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের চেইন (মোট মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা), রুপার বালা, ব্রেসলেট ও আংটি (মূল্য ১৮,০০০ টাকা), ৪টি হাতঘড়ি (মূল্য ১৬,০০০ টাকা), শিশুদের চার্জার ফ্যান, দুটি স্মার্টফোন (ঠরাড় ও ঐড়হড়ৎ ব্র্যান্ডের), নগদ ২০,০০০ টাকা।মোট লুটের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
আতিকুর রহমান জানান, আমরা চিৎকার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ডাকাতরা গলায় চাকু ধরে প্রাণনাশের হুমকি দেয়। ভয় পেয়ে কেউ সাহস পাইনি।”
তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীদের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য মাঝারি, পরনে প্যান্ট ও গেঞ্জি/শার্ট ছিল। তারা নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।
ঘটনার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলমান আছে। এ কারণে এজাহার দাখিলে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।
ফতুল্লা মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও দুষ্কৃতিকারীদের শনাক্তে কাজ শুরু হয়েছে। পুলিশের ধারণা, এটি একটি সংঘবদ্ধ মোটরসাইকেলভিত্তিক ছিনতাই চক্রের কাজ।