জানমালের নিরাপত্তা যেখানে, আ.লীগের ভোটও সেখানে: মুফতি ফয়জুল
Published: 19th, October 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, কিন্তু তাদের ভোটাররা পালায়নি। তারা এখন খুঁজছে, ভোট কাকে দেবে? আমি স্পষ্টভাবে বলছি, যারা তাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে, তারা তাদেরকেই ভোট দেবে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।
তিনি বলেন, শুধু রাস্তা-ঘাট উন্নয়নই একজন সংসদ সদস্যের (এমপি) কাজ নয়। এসব হলো শুভঙ্করের ফাঁকি। বাস্তবতা হলো, তারা উন্নয়নের নামে ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, একজন এমপির প্রধান দায়িত্ব হচ্ছে, ন্যায়ভিত্তিক আইন প্রণয়ন। সংসদে ইসলামের পক্ষে বা বিপক্ষে যে আইন পাস হয়, তার দায়ভার ভোটারদেরও নিতে হবে। কারণ, ভোট দিয়েই আপনারা সেই সিদ্ধান্তের অংশীদার হচ্ছেন।
তিনি আরো বলেন, যদি ইসলামের পক্ষে ভোট দেন, তার বরকত দুনিয়া ও আখিরাতে ভোটাররাই পাবেন। তাই, সঠিক সিদ্ধান্ত নিতে হবে আল্লাহভীতির ভিত্তিতে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা.
ঢাকা/লিটন/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম র র মগঞ জ
এছাড়াও পড়ুন:
সিটিজেনস ব্যাংকের বাড্ডা উপশাখার এক বছর পূর্তিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
সিটিজেনস ব্যাংক পিএলসির বাড্ডা উপশাখার এক বছর পূর্তি উপলক্ষে শতাধিক পোশাক শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপশাখা কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একজন গাইনি এবং একজন মেডিসিন বিশেষজ্ঞ শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন। প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সহযোগিতা করেছে বাড্ডা মা ও শিশু হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড।
উদ্বোধন করেন সিটিজেনস ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুলশান কর্পোরেট শাখার ব্যবস্থাপক সালেক সাব্বির আহমেদ, মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পরিচালক সামসুর নাহার শান্তি এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আলিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাড্ডা উপশাখার প্রধান সমীর চক্রবর্তী।
বক্তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পোশাক শ্রমিকদের জন্য সামাজিক দায়বদ্ধতামূলক এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। উপস্থিত শ্রমিকরাও সিটিজেনস ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ঢাকা/ইভা