ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যকেন্দ্রের সেবার মান বৃদ্ধি এবং তথ্যকেন্দ্রকে আরও ‘শিক্ষার্থীবান্ধব’ করে গড়ে তোলার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ তথ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে।

কাজের সহায়তা ও পরামর্শ বাক্স

এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে সেবা দেওয়া কাজের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই দুই শিক্ষার্থী পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসহ প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিসের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ করে সেবা গ্রহীতাদের হালনাগাদ তথ্য প্রদান করছেন। সেবার মান বাড়ানোর জন্য তথ্যকেন্দ্রে একটি পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে।

আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলি৫ ঘণ্টা আগেশিক্ষার্থীদের জরুরি অভিযোগ নিষ্পত্তির জন্য

ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, মার্কশিটসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জরুরি অভিযোগ নিষ্পত্তির জন্য ইতিমধ্যেই প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অফিসের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুনমনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি শ্রেণিতে ভর্তি৬ ঘণ্টা আগেজরুরি প্রয়োজনে সহায়তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে ই-মেইল [email protected] অথবা হোয়াটসঅ্যাপ: ০১৭৯৭-৪৯০৫৭৫ (শুধু মেসেজের জন্য) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

বিচারকের ছেলে খুন: আইন উপদেষ্টার নিন্দা, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় নৃশংস হামলায় বিচারকের ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন।

ঘটনার পরপরই আইন উপদেষ্টা সব অপরাধীকে গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে পুলিশকে দিয়েছেন। এ মর্মে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

আরো পড়ুন:

নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সারা দেশে নিরাপত্তা জোরদার

যৌথ বাহিনীর অভিযান সারা দেশে গ্রেপ্তার ১৯৪

বৃহস্প‌তিবার (১৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায়।

এতে বলা হয়, আহত তাসমিন নাহারের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এই মর্মান্তিক ঘটনায় নিহত তাওসিফ রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আহত তাসমিন নাহারের দ্রুত সুস্থতা কামনা করছেন।

বিচার বিভাগের সব সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ