শীতে ফুলকপির কদরের কথা মাথায় রেখে এবার ৫০ শতাংশ জমিতে এই সবজির আবাদ করেছিলেন কৃষক সমিরুল ইসলাম। ফড়িয়ারা এসে তাঁর খেত থেকে ফুলকপি কেটে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা আসেননি। ক্রেতা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে তাঁর ফুলকপি। কষ্টে ফলানো ফুলকপি খাচ্ছে গরু-ছাগলে।

সমিরুল ইসলামের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামে। গ্রামটি ফুলকপির জন্য বেশ প্রসিদ্ধ। এ ছাড়া পাশের রানীশংকৈলের উত্তরগাঁও, রাউৎনগর, ভবানীডাঙ্গী, বিরাশী ও উমরাডাঙ্গী গ্রামেও ব্যাপক ফুলকপি হয়। ব্যবসায়ীরা এসব এলাকা থেকে ফুলকপি সংগ্রহ করে অন্য জেলায় সরবরাহ করেন।

সমিরুল বলেন, ফুলকপি খেত থেকে তুলে বাজারে নিয়ে গেলে বিক্রির নিশ্চয়তা নেই। কোনোভাবে বিক্রি হলেও যে দাম পাওয়া যাচ্ছে, এতে ফুলকপি তোলার মজুরি ও পরিবহন খরচই উঠছে না। তাই নতুন ফসলের জমি প্রস্তুত করতে গ্রামবাসীকে ফুলকপি বিলিয়ে দিচ্ছেন তিনি। তাঁরা সেসব ফুলকপি নিয়ে গরু-ছাগলকে খাওয়াচ্ছেন। সার-সেচ, কীটনাশক, শ্রমিকের মজুরির পেছনে খরচ শেষে যখন বিক্রির সময়ে ফুলকপির দাম পাওয়া যাচ্ছে না।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় এবার ফুলকপির ব্যাপক আবাদ হয়েছে। পাশাপাশি কৃষকেরা বাজারে একসঙ্গে তোলায় ফুলকপির দাম কমে গেছে। বিক্রি করতে না পেরে অনেকের ফুলকপি খেতেই নষ্ট হচ্ছে। কোনোভাবে বিক্রি হলেও প্রতিটির দাম পাওয়া যাচ্ছে মাত্র এক থেকে দেড় টাকা। এতে লাভ তো দূরের কথা, মজুরি ও পরিবহন খরচই উঠছে না কৃষকের। যাঁরা বিক্রি করতে পারেননি, নতুন ফসল আবাদের জন্য তাঁদের কেউ কেউ খেতে ফুলকপি রেখেই হালচাষ দিচ্ছেন। আবার কেউ কেউ গ্রামবাসীর মধ্যে খেতের ফুলকপি বিলিয়ে দিচ্ছেন। শেষ পর্যন্ত এগুলো গরু-ছাগলের খাবার হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলায় ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে শীতের সবজি আবাদ হয়েছে। আর ফুলকপি আবাদ হয়েছে ১ হাজার ৭৮ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে ৩৬ হাজার ৫৪০ মেট্রিক টন।

রোববার সকালে মাথায় ফুলকপির বস্তা নিয়ে হেঁটে হেঁটে রানীশংকৈলের কুলিক নদ পাড় হচ্ছিলেন মোশারফ হোসেন। তাঁর বাড়ি পাশের ভবনিডাঙ্গী গ্রামে। তিনি বললেন, গরুকে খাওয়ানোর জন্য এক বস্তা ফুলকপি নিয়ে বাড়ি যাচ্ছেন। এ জন্য জমির মালিককে কোনো টাকা দিতে হয়নি।

ওই খেতের মালিক সাইফুল ইসলামে বললেন, সময় পেরিয়ে গেলে ফুলকপি ফুটে যায়। সেই অবস্থা হওয়ার আগেই তা তুলে বাজারে নিতে হয়। ক্রেতা না থাকায় এবার এলাকার অনেক কৃষকের খেতের ফুলকপি বিক্রি হয়নি। এখন সেসব ফুলকপি ফুটে যাচ্ছে। এসব ফুলকপি আর বিক্রি হবে না। নতুন ফসলের জন্য জমি তৈরি করতে হবে। তাই সবাইকে তিনি বলে দিয়েছেন, খেত থেকে যার যা খুশি ফুলকপি তুলে নিয়ে যেতে পারেন।

রানীশংকৈল উপজেলার রাউৎনগর গ্রামের কৃষক আনারুল ইসলাম তিন বিঘা জমিতে ফুলকপি আবাদ করেছেন। তাঁর খরচ হয়েছে ৯০ হাজার টাকার ওপরে। কিন্তু ক্রেতা না পাওয়ায় খেতের একটি ফুলকপিও বিক্রি করতে পারেননি তিনি। বাজারে ফুলকপির যে দর, তাতে শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ উঠছে না, এ কারণে তিনি খেতেই ফেলে রেখেছেন ফুলকপি। ১০০টি ধরে, এমন একটি বস্তাভর্তি ফুলকপির দাম ২৫ থেকে ৩০ টাকা। তিনি হতাশ কণ্ঠে বললেন, ‘গরুর খাবার হিসেবে ফুলকপি বিক্রি করলে কত টাকাই–বা উঠবে?’

রানীশংকৈলের উত্তরগাঁও গ্রামের কৃষক আমিরুল ইসলাম স্ত্রী আজিমা বেগম বলেন, একটি ফুলকপির চারা দুই টাকা করে কিনতে হয়েছে। সেই চারা জমিতে লাগানোর পর সার, কীটনাশক খরচ হয়েছে। এখন এক পাইকারের কাছে প্রতিটি এক টাকা করে ২০০টি ফুলকপি বিক্রি করেছেন তাঁরা। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ফুলকপির পেছনে খরচ করেছেন। কিন্তু বিরাট আর্থিক ক্ষতি হলো তাদের।

ভবানিডাঙ্গী গ্রামের মো.

জাকারিয়া বাড়ির পাশে গরুকে ফুলকপি খাওয়াচ্ছিলেন। তিনি বললেন, অনেক কৃষক ফুলকপি চাষ করে একটিও বিক্রি করতে পারেননি। সেসব ফুলকপি তুলে এনে গরু-ছাগলকে খাওয়াচ্ছেন। এখন গরুও ফুলকপি খেতে চায় না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, চাহিদার চেয়ে জোগান বেশি হওয়ায় ফুলকপির দাম পড়ে গেছে। সবজি একবারে বাজারে না তুলে ধাপে ধাপে তুলতে হবে। এতে ন্যায্যমূল্য না পেলেও খুব একটা লোকসান হবে বলে তিনি মনে করেন না।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। বিশ্বব্যাপী ২ নভেম্বর দিবসটি পালিত হয়।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছেন। এর মধ্যে রয়েছে মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন। এমনকি অনেককে জীবনও দিতে হচ্ছে।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের এই আন্তর্জাতিক দিবসে আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০টি ঘটনার মধ্যে ৯টির বিচারই এখনো অমীমাংসিত রয়ে গেছে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে (ফিলিস্তিনের) গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে। আমি আবারও এই ঘটনাগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘যেকোনো জায়গায় বিচারহীনতা শুধু ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের প্রতিই অন্যায় নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, আরও সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার শামিল এবং গণতন্ত্রের প্রতি হুমকি।’ তিনি বলেন, সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করা, প্রত্যেক অপরাধীর বিচার করা এবং সাংবাদিকেরা যাতে সর্বত্র স্বাধীনভাবে তাঁদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘নারী সাংবাদিকদের লক্ষ্য করে অনলাইনে উদ্বেগজনকভাবে বাড়তে থাকা হয়রানিমূলক আচরণ অবশ্যই আমাদের মোকাবিলা করতে হবে। এ ধরনের অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই সাজা হয় না এবং এটি প্রায়শই বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাঁরা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তাঁদের জন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে হবে।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারাই। আসুন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং যাঁরা ক্ষমতার বিপরীতে সত্য তুলে ধরেন, তাঁরা যেন ভয় ছাড়াই তা করতে পারেন তা নিশ্চিত করতে আমরা সম্মিলিত অবস্থান নিই।’

সম্পর্কিত নিবন্ধ