আরও সাতটি দেশের জন্য ‘পাল্টা শুল্ক’ নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইন, ব্রুনাই, মলদোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কাকে নতুন শুল্কারোপের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। এর আগে সোমবার ১৪টি দেশকে চিঠি দেন তিনি। এক সপ্তাহের মধ্যে মোট ২১টি দেশের জন্য নতুন পাল্টা শুল্কহার নির্ধারণ করলেন ডোনাল্ড ট্রাম্প। 
সিএনবিসি জানায়, বুধবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, কমপক্ষে সাতটি দেশের তালিকা প্রকাশের পাশাপাশি আরও কয়েকটি দেশের নাম জানানো হবে। তবে শেষ পর্যন্ত সাতটি দেশের মধ্যেই সীমিত থাকলেন তিনি।

ফিলিপাইনের পণ্যে ২০ শতাংশ, ব্রুনাইয়ের পণ্যে ২৫ শতাংশ, মলদোভার পণ্যে ২৫ শতাংশ, আলজেরিয়ার পণ্যে ৩০ শতাংশ, ইরাকের পণ্যে ৩০ শতাংশ, লিবিয়ার পণ্যে ৩০ শতাংশ ও শ্রীলঙ্কার পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এ ছাড়া ব্রাজিলে উৎপাদিত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে দেওয়া প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের ঘাটতির দাবিটি সঠিক নয়। যে কোনো একতরফা শুল্ক বৃদ্ধি করা হলে ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিক আইন অনুসারে মোকাবিলা করা হবে।’

এ পর্যন্ত যে ২১টি দেশের নতুন করে চিঠি দেওয়া হয়েছে তাদের শুল্কহার ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে। যদিও এসব চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভবত এই নতুন শুল্কহার পর্যালোচনা করতে পারে। এটি নির্ভর করবে সেই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর।
যুক্তরাষ্ট্র দাবি করছে, নতুন এই শুল্কহার প্রয়োজনের তুলনায় কম। ট্রাম্প প্রশাসন বলছে, সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দূর করতে যে হারে শুল্কারোপ দরকার, তার চাইতে কম। ডোনাল্ড ট্রাম্প প্রায়ই দাবি করেন, বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার শামিল। 

চিঠি পাওয়া সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু না কিছু বাণিজ্য ঘাটতি আছে। যদিও অনেক ক্ষেত্রেই সেই ঘাটতির পরিমাণ খুবই সামান্য। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে মলদোভার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল মাত্র ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ ডলার।
ট্রাম্প যেসব নতুন শুল্কহার আরোপ করেছেন, তার বেশির ভাগই ২ এপ্রিল ঘোষিত স্বাধীনতা দিবসের শুল্কের কাছাকাছি। ট্রাম্প সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন, যার মেয়াদ গত বুধবার শেষ হওয়ার কথা ছিল। তবে গত সোমবার ট্রাম্প এক নির্বাহী আদেশে শুল্ক কার্যকর করার সময়সীমা আগামী ১ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেন।
এর আগে গত সোমবার বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস, মিয়ানমার, বসনিয়া ও হার্জেগোভিনা, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, সার্বিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করে চিঠি দেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য নতুন করে ৩৫ শতাংশ শুল্কারোপের কথা জানানো হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র র শ ল ক আর প র জন য

এছাড়াও পড়ুন:

৩৫ দিনে হিলি বন্দরে ১ লাখ মেট্রিকটন চাল আমদানি

গত ৩৫ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে করে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে প্রকার ভেদে ৪ থেকে ৬ টাকা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। 

প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।

হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা করে কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫১ থেকে ৫২ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ কেজি হিসেবে। আশা করছি আগামীতে আরো কমবে।”

আমদানিকারক নুর ইসলাম বলেন, “২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।”

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ৩৫ দিনে ভারত থেকে ২৪২১টি ট্রাকে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ