বিএবি আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে
Published: 13th, January 2025 GMT
বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তোলা শুরু করেছে। সম্প্রতি সংগঠনটি প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডারে কম্বল দিতে পরিমাণ উল্লেখ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে মোট ৪ কোটি টাকা অনুদান দিতে চাঁদা নির্ধারণ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংগঠনটি।
বিএবির এই পদক্ষেপ বিস্মিত করেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের। ছয়টি ব্যাংকের প্রধান নির্বাহীরা বিএবির পক্ষ থেকে এ ধরনের চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংকগুলো থেকে বিভিন্ন ইস্যুতে চাঁদা আদায় করতেন। এরপর মালিকেরা মিলে সেই অর্থ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়ে আসতেন। বিনিময়ে ব্যাংকগুলো ব্যাংক কোম্পানি আইন ও নীতিমালার বিভিন্ন শর্ত থেকে ছাড় পায় বলে অভিযোগ রয়েছে। সে কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএবি পর্ষদে পরিবর্তন আসে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী প্রথম আলোকে বলেন, ‘বিএবি আগে গণহারে চাঁদাবাজি করে ব্যাংক খাতকে ডুবিয়েছে। নতুন কমিটিও একই কাজ শুরু করলে সেই উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট করা দরকার। জনগণের আমানত নিয়ে আর ছিনিমিনি খেলা যাবে না। যে খাতে সামাজিক দায়বদ্ধতার টাকা খরচ করা যায়, সব ব্যাংক সেই সব খাতেই খরচ করবে। বিএবি এই টাকায় হাত দেওয়ার কেউ না।’
১৭ বছরে এক চেয়ারম্যান২০০৮ সাল থেকে টানা ১৭ বছর বিএবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। সরকার বদলের পর নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বাধীন বিএবির দুই ভাইস চেয়ারম্যানও ব্যাংকের পরিচালক পদ হারান। তাঁরা হলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ। অপরজন হলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।
রাজনৈতিক পটপরিবর্তনের আগে সর্বশেষ ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে বিএবি। এ জন্যও ব্যাংকগুলো থেকে চাঁদা তোলা হয়। নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে বিএবি গত ১৫ বছরে বিভিন্ন ইস্যুতে ব্যাংকগুলো থেকে কয়েক হাজার কোটি টাকা তুলেছে বলে জানান ব্যাংকাররা। এ জন্য সরকার বদলের পর এসব টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে, দাবি ওঠে নিরীক্ষার।
ব্যাংকগুলো গত ১০ বছরে প্রায় তিন হাজার কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়। ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশনায় জানায়, ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা তহবিলের ৫ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান হিসেবে জমা দিতে হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই নির্দেশনা মেনে চলতে বলা হয়।
জানা যায়, এবার ম্যারাথনের জন্য সর্বনিম্ন পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। বেসরকারি খাতের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত ১৫ বছরে তিনি প্রায় আড়াই শ কোটি টাকা চাঁদা দিয়েছেন। সরকার বদলের পর চিঠি পেয়ে কম্বল কিনে জমা দিয়েছেন। ম্যারাথনের জন্য টাকা চেয়ে চিঠি এসেছে। এ সপ্তাহেই তা দেওয়া হবে। এভাবে চাঁদা আদায়ের ফলে ব্যাংকের সিএসআর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
নতুন কমিটিও আগের ধারাতেইগত সেপ্টেম্বরে বিএবি নতুন অস্থায়ী (অ্যাডহক) কমিটি গঠন করে। চলতি মাসে তাঁরা পুনর্নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। ভাইস চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।
বিএবির ওয়েবসাইটে বলা হয়েছে, বিএবি একটি পরামর্শ সেবা দেওয়া সংগঠন। ব্যাংক খাতের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে থাকে বিএবি। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে।
১৯৯৩ সালে বেসরকারি খাতের ৯ ব্যাংকের উদ্যোক্তারা মিলে বিএবি গঠন করেন। ব্যাংকগুলোর চাঁদায় পরিচালিত হয় বিএবির কার্যক্রম। এখন ৩৮টি ব্যাংক বিএবির সদস্য।
বিএবির কমিটিতে যুক্ত একজন ব্যাংক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএবি আগে যে ধারায় চলেছে, এখনো তা থেকে খুব একটা বের হতে পারেনি।
বিএবির নতুন কমিটি আগের চাঁদা আদায়ের বিষয়ে কোনো নিরীক্ষা করেনি বরং আগের ধারাতেই চলছে বলে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ কম্বল ও ম্যারাথনের মতো আয়োজনের জন্য চাঁদা চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংগঠনটি। গত ১৫ ডিসেম্বর দেওয়া চিঠিতে প্রতিটি ব্যাংকের জন্য কম্বলের পরিমাণ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হয় যে প্রতিটি কম্বলের ওজন কমপক্ষে ১ হাজার ২০০ গ্রাম হতে হবে।
রাজনৈতিক পটপরিবর্তনের আগে সর্বশেষ ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে বিএবি। এ জন্যও ব্যাংকগুলো থেকে চাঁদা তোলা হয়।এরপর ৫ জানুয়ারি আরেক চিঠিতে বিএবির চেয়ারম্যান ব্যাংকগুলোকে জানান, আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। সেখানে ৪ কোটি টাকা অনুদান দেওয়া হবে। এ জন্য ব্যাংকগুলোকে টাকার পরিমাণ নির্ধারণ করে ৮ জানুয়ারির মধ্যে বিএবির হিসাবে সেই অর্থ জমা দিতে বলা হয়। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন আয়োজক কমিটি বিএবিকে যে চিঠি দিয়েছে তাতে মূল স্পনসরের জন্য সর্বোচ্চ চাঁদা চাওয়া হয়েছে ২ কোটি টাকা। ফলে কেন ৪ কোটি টাকা চাঁদা তোলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
দুটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আগে শীত কিংবা গরম, ঝড় বা বৃষ্টি যেকোনো ইস্যু পেলেই ব্যাংক থেকে চাঁদা তোলা হয়েছে। এতে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) কার্যত শূন্য হয়ে পড়ে। এখনো একই পথে হাঁটছে বিএবি। এতে ব্যাংকগুলোর পক্ষে সত্যিকার সিএসআর কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
এ বিষয়ে বক্তব্য জানতে বিএবি নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা যায়নি।
গত দেড় দশকে সরকারের ওপর চাপ তৈরি করে ঋণের ৯ শতাংশ সুদহার নির্ধারণ, পরিচালকদের মেয়াদ বৃদ্ধির জন্য ব্যাংক আইন সংশোধন, বিভিন্ন ঋণ নীতিমালা শিথিল করতে সক্রিয় ভূমিকা রাখা ছাড়া বিএবিকে অন্য কোনো ভূমিকায় খুব একটা দেখা যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএবির চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদার মাধ্যমে তারা শক্তিশালী হয়ে ওঠে, আইনও পরিবর্তন করে ফেলে। এর ফলে ব্যাংক খাতের করুণ অবস্থা দাঁড়িয়েছে। আইনে সিএসআরের অর্থের যে ব্যবহার হওয়ার কথা, শুধু সেই খাতে ব্যবহার করতে হবে। ব্যাংকগুলো নিজ উদ্যোগে এই অর্থ ব্যবহার করতে পারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
এশিয়া কাপ-২০২৫ এর সুপার ফোরে জায়গা করে নিলো আনপ্রেডিক্টেবল পাকিস্তান। বুধবার দিবাগত রাতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে ভারতের সঙ্গী হলো সালমান-শাহীনরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলো-ঝলমলে রাতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৯ উইকেটে ১৪৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভার পর্যন্ত টিকেছিল আমিরাত। কিন্তু শেষ পর্যন্ত ১০৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সেই সুবাদে সহজ জয় নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে পাকিস্তান।
আরো পড়ুন:
আরব আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান
বেথেলের ইতিহাস গড়া দিনে ইংল্যান্ডের দাপুটে জয়
এই জয়ের নায়ক নিঃসন্দেহে শাহীন শাহ আফ্রিদি। বিপদের মুহূর্তে নামতে হয় তাকে ব্যাট হাতে। সেখানে ১৪ বলে ৩টি চার ও ২টি ছক্কার ঝড়ে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন তিনি, যা পাকিস্তানের সংগ্রহকে দাঁড় করায় লড়াইযোগ্য অবস্থানে। শুধু ব্যাটেই নয়, বল হাতেও ছিলেন সমান কার্যকর। ৩ ওভারে মাত্র ১৬ রান খরচ করে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। এমন সর্বাঙ্গীন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠে যায় তার ঝুলিতে।
তবু শুরুটা বেশ আশাব্যঞ্জক ছিল আমিরাতের। ১৩.৫ ওভার পর্যন্ত তারা প্রতিযোগিতায় টিকে ছিল দারুণভাবে। তিন উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৮৫ রান। কিন্তু এরপর যেন ধস নামে। মাত্র ২০ রানের ব্যবধানে বাকি সাত উইকেট হারিয়ে পুরো দল অলআউট হয়ে যায় ১০৫ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন রাহুল চোপড়া, যার ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছক্কা। ধ্রুব পারাশার যোগ করেন ২০, মুহাম্মদ ওয়াসিম ১৪ এবং আলিশান শারাফু করেন ১২ রান।
পাকিস্তানের বোলিং আক্রমণে শাহীনের সঙ্গে তাল মিলিয়ে দুটি করে উইকেট নেন হারিস রউফ ও আবরার আহমেদ।
এর আগে ব্যাট হাতে পাকিস্তানও ভুগেছে। চারজন ছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফখর জামান খেলেন ৩৬ বলে ৫০ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। শাহীন আফ্রিদির অপরাজিত ২৯ রান ছাড়া অধিনায়ক সালমান আলি আগা ২০ এবং মোহাম্মদ হারিস যোগ করেন ১৮ রান।
আমিরাতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জুনায়েদ সিদ্দিকী। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। সিমরানজিত সিংয়ের বোলিং ফিগারও কম চমকপ্রদ নয়, ৪ ওভারে ২৬ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট।
এই জয়ে পাকিস্তান-ভারত দ্বৈরথের আরেকটি অধ্যায় লেখার সুযোগ তৈরি হলো। শুধু তাই নয়, ভাগ্য যদি সহায় হয়, তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল লড়াইও দেখা যেতে পারে এবারের এশিয়া কাপে।
ঢাকা/আমিনুল